'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মোহাম্মদ লুৎফর রহমান
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মোহাম্মদ বরকতুল্লাহ
বিস্তারিত ব্যাখ্যা:
‘সাম্য' (১৮৭৯) গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ গ্রন্থের প্রবন্ধসমূহে ইউরােপের সাম্যচিন্তার ধারার ইতিহাস, সমাজ ও অর্থনৈতিক প্রগতিশীল চিন্তা, সমাজে সাম্য প্রতিষ্ঠা কামনা এবং কৃষকদের দুঃখের কারণ হিসেবে অর্থনৈতিক শােষণকে চিহ্নিত করা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত। এটি বাজার থেকে প্রত্যাহার করা হয়।
Related Questions
ক) সবুজপত্র
খ) তত্ত্ববোধিনী
গ) সংবাদ প্রভাকর
ঘ) বঙ্গদর্শন
ক) সূরা আল বাকারা
খ) সূরা আলে ইমরান
গ) সূরা আন নিসা
ঘ) সবগুলো
Note : সুদকে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর আলোচনা কোরআনের একাধিক সূরায় পাওয়া যায় যার মধ্যে সূরা আল-বাকারা সূরা আলে ইমরান এবং সূরা আন-নিসা প্রধান। তাই সঠিক উত্তর সবগুলো।
ক) আব্বাস আলী খান
খ) আবু সালিম মুহম্মদ আব্দুল হাই
গ) অধ্যাপক সিদ্দিকী
ঘ) নঈম সিদ্দিকী
Note : রাসূল (সাঃ) এর বিপ্লবী জীবন' একটি জনপ্রিয় সীরাত গ্রন্থ এবং এর রচয়িতা হলেন আবু সালিম মুহম্মদ আব্দুল হাই।
ক) 40
খ) 41
গ) 42
ঘ) 45
Note : উল্লিখিত আয়াতটি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। এখানে নামাজের গুরুত্ব ও তার ফলস্বরূপ অশ্লীলতা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
জব সলুশন