নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
ক) কয়েকটি মৃত্যু
খ) শেষ বিকেলের মেয়ে
গ) তৃষ্ণা
ঘ) নিষ্কৃতি
বিস্তারিত ব্যাখ্যা:
'কয়েকটি মৃত্যু' 'শেষ বিকেলের মেয়ে' এবং 'তৃষ্ণা' জহির রায়হান রচিত উপন্যাস। কিন্তু 'নিষ্কৃতি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস।
Related Questions
ক) আবু ইসহাক
খ) শওকত ওসমান
গ) জহির রায়হান
ঘ) শহীদুল্লা কায়সার
Note : 'বরফগলা নদী' জহির রায়হানের লেখা একটি জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসে সামাজিক অসঙ্গতি ও প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছে।
ক) আরেক ফাল্গুন
খ) বরফগলা নদী
গ) শেষ বিকেলের মেয়ে
ঘ) হাজার বছর ধরে
Note : জহির রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাসে পল্লী বাংলার গ্রামীণ জীবন সমাজ ব্যবস্থা ও মানুষের পারস্পরিক সম্পর্ক খুব বাস্তবসম্মতভাবে চিত্রিত হয়েছে। এই উপন্যাসটি তাকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল।
ক) তারেক মাসুদ
খ) জহির রায়হান
গ) সুভাষ দত্ত
ঘ) আলমগীর কবির
Note : 'Let there be light' জহির রায়হানের নির্মিত একটি বিখ্যাত প্রামাণ্যচিত্র। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সে সময়ের প্রেক্ষাপট নিয়ে তৈরি।
ক) সত্যজিৎ রায়
খ) জহির রায়হান
গ) চাষী নজরুল ইসলাম
ঘ) তানভীন মোকাম্মেল
Note : 'জীবন থেকে নেয়া' ১৯৭১ সালের আগে নির্মিত একটি বিখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র। এর পরিচালক ছিলেন জহির রায়হান। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।
ক) পত্রকাব্য
খ) কাহিনীকাব্য
গ) মহাকাব্য
ঘ) খন্ড কবিতার সংকলন
Note : মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি কাহিনীকাব্য। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য। যদিও এর দৈর্ঘ্য মহাকাব্যের মতো নয় এটি একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা।
ক) ব্রজাঙ্গনা
খ) বিলাতের পত্র
গ) বীরাঙ্গনা
ঘ) হিমালয়
Note : 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য। এই কাব্যে পৌরাণিক নারী চরিত্রগুলি তাদের প্রেমিক বা স্বামীদের কাছে পত্রের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছে। ব্রজাঙ্গনা তার গীতিকাব্য।
জব সলুশন