'তে কাজে নিবেদি বাংলা করিয়া রচিন। নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন।' - কোন কবির রচনা?

ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) আবদুল হাকিম
ঘ) আমির হামজা
বিস্তারিত ব্যাখ্যা:
উক্তিটি মধ্যযুগের কবি আবদুল হাকিম -এর রচনা। তিনি বাংলা ভাষার প্রতি তার অনুরাগ ও শ্রমের কথা ব্যক্ত করেছেন এবং সকলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বাংলায় কাব্য রচনার কথা বলেছেন। এটিও তাঁর ভাষাপ্রীতির প্রমাণ।

Related Questions

ক) কবি আবদুল হাকিম
খ) মোয়াজ্জেম হক
গ) কামিনী রায়
ঘ) রজনীকান্ত সেন
Note : উক্তিটি কবি আবদুল হাকিম রচিত ‘নুরনামা’ কাব্য থেকে নেওয়া হয়েছে। এতে মাতৃভাষা ও স্বদেশের প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশিত হয়েছে। এটি স্বদেশপ্রেম ও ভাষাপ্রীতির অনন্য নিদর্শন।
ক) কায়কোবাদ
খ) আলাওল
গ) মাগন ঠাকুর
ঘ) জ্ঞানদাস
Note : আলাওল মাগন ঠাকুর ও জ্ঞানদাস হলেন মধ্যযুগের উল্লেখযোগ্য কবি। অন্যদিকে কায়কোবাদ (১৮৫৮-১৯৫১) আধুনিক যুগের বা ঊনবিংশ-বিংশ শতাব্দীর কবি। তিনি মহাকাব্য ‘মহাশ্মশান’ রচনা করে বিখ্যাত। তাই তিনি মধ্যযুগের কবি নন।
ক) ড. আহমদ শরীফ
খ) আবব্দুল করিম সাহিত্যবিশারদ
গ) ড. মুহম্মদ এনামুল হক
ঘ) ড. সুকুমার সেন
Note : মহাকবি আলাওল রচিত বিখ্যাত কাব্য ‘পদ্মাবতী’-এর পুঁথি যিনি সম্পাদনা করে প্রকাশ করেন তিনি হলেন আব্দুল করিম সাহিত্যবিশারদ। এটি বাংলা পুঁথি গবেষণায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের একটি নিদর্শন।
ক) কাফুর কস্তুরী ছায়া যাবক সৌরভ
খ) দম্পতির চিত্তের চেতন অনুভব
গ) অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাগ
ঘ) উরে উরে এক হৈলে শীত নিবারণ
Note : সঠিক পূর্ণ পংক্তিটি হলো 'পুষ্প শয্যা ভেদ ভুলি বিচিত্র বসন / উরে উরে এক হৈলে শীত নিবারণ'। এটি কোনো চিরায়ত প্রেমমূলক বা প্রকৃতির বর্ণনাধর্মী কবিতার অংশ।
ক) নিম্নবর্গের হিন্দু
খ) উচ্চবর্গের হিন্দু
গ) বৌদ্ধ
ঘ) ভারতে বসবাসকারী তৎকালীন ইংরেজরা
Note : কবিগানের রচয়িতারা মূলত নিম্নবর্গের হিন্দু সমাজ থেকে আসতেন। এটি ছিল সাধারণ মানুষের বিনোদনের একটি মাধ্যম যেখানে সমাজের নিচুতলার শিল্পীরা সক্রিয় ছিলেন।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন