পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি-

ক) সৈয়দ সুলতান
খ) ফকির গরীবুল্লাহ
গ) সৈয়দ হামজা
ঘ) শেখ ফয়জুল্লাহ
বিস্তারিত ব্যাখ্যা:
পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হলেন ফকির গরীবুল্লাহ। তিনি 'আমীর হামজা' কাব্য রচনার মাধ্যমে এই কাব্যধারার সূত্রপাত করেন।

Related Questions

ক) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
খ) অবিমিশ্র বাংলায় রচিত লোকসাহিত্য
গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ) বটতলা নামক স্থানে রচিত কাব্য
Note : বটতলার পুঁথি বলতে দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্যকে বোঝায়। কলকাতার বটতলা নামক স্থানে সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত হয়ে এই ধারার কাব্য দেশময় প্রচারিত হয়েছিল বলে এটি 'বটতলার পুঁথি' নামে পরিচিতি লাভ করে।
ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) তৈরি করা কৃত্রিম ভাষার রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
Note : দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। এটি কেবল দুটি ভাষার মিশ্রণ নয় বরং বাংলা হিন্দি ফারসি আরবি তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত হয়।
ক) বাংলা
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) মিশ্র
Note : পুঁথি সাহিত্যের ভাষা মিশ্র প্রকৃতির। এটি বাংলা আরবি ফারসি উর্দু ও হিন্দি সহ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে রচিত একটি বিশেষ সাহিত্যধারা। একে দোভাষী পুঁথিও বলা হয়।
ক) প্রেম বিষয়ক
খ) হিন্দু মুসলমান সম্পর্ক বিষয়ক
গ) ইসলামি চেতনা সম্পৃক্ত
ঘ) নবী রাসূল বিষয়ক
Note : পুঁথি সাহিত্য বলতে সাধারণত ইসলামি চেতনা সম্পৃক্ত কাব্যধারাকে বোঝায়। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এই ধারার বিকাশ ঘটে। এর রচয়িতা ও পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়। এটি মূলত আরবি উর্দু ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত।
ক) কবিগান
খ) পুথিসাহিত্য
গ) নাথসাহিত্য
ঘ) বৈষ্ণব পদ সাহিত্য
Note : এন্টনি ফিরিঙ্গি একজন পর্তুগিজ বংশোদ্ভূত বাঙালি যিনি মূলত কবিগান রচনা ও পরিবেশনের জন্য বিখ্যাত। তার আসল নাম এন্টনি ক্যাবর্নি। তিনি বাংলা কবিগানের ধারায় বিশেষ অবদান রেখেছিলেন।
ক) গোজঁলা পুট (গুই)
খ) হরু ঠাকুর
গ) ভবানী ঘোষ
ঘ) নিধাই বৈরাগী
Note : গোজঁলা পুটকে (গুই) কবিগানের প্রথম কবি হিসেবে গণ্য করা হয়। তার মাধ্যমে এই ধারার সূত্রপাত ঘটেছিল। হরু ঠাকুর ও ভবানী ঘোষ পরবর্তীকালের উল্লেখযোগ্য কবিগানের শিল্পী।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন