আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
ক) দূরত্ব
খ) সময়
গ) ভর
ঘ) ওজন
বিস্তারিত ব্যাখ্যা:
আলোকবর্ষ হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্বের একটি একক। এটি এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার সমান।
Related Questions
ক) মাইকোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) গ্রাভিমিটার
Note : বাতাসের আর্দ্রতা পরিমাপ করার জন্য হাইগ্রোমিটার নামক যন্ত্র ব্যবহার করা হয়।
ক) রেকটিফায়ার
খ) অ্যামপ্লিফায়ার
গ) ট্রানজিস্টর
ঘ) ডায়োড
Note : রেকটিফায়ার হলো এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা অল্টারনেটিং কারেন্ট (AC) কে ডাইরেক্ট কারেন্টে (DC) রূপান্তরিত করে।
ক) Physical address
খ) Logical Address
গ) Both physical and logical addresses
ঘ) উপরের কোনটি নয়
Note : CPU সরাসরি Logical Address বা ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করে। এই লজিক্যাল অ্যাড্রেসকে মেমরি ম্যানেজমেন্ট ইউনিট (MMU) ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তরিত করে।
ক) Mouse
খ) Microphone
গ) Touch Screen
ঘ) Printer
Note : টাচ স্ক্রিন একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৯৮ সালে
Note : জাতিসংঘ সমুদ্র আইন (UNCLOS) ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়েছিল। এই আইন সমুদ্রের ব্যবহার ও অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মাবলী নির্ধারণ করে।
ক) মার্থা ন্যুসবাম
খ) জোসেফ স্টিগলিটজ
গ) অমর্ত্য সেন
ঘ) জন রাউলস
Note : 'দ্যা আইডিয়া অব জাস্টিস' (The Idea of Justice) গ্রন্থটির রচয়িতা হলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন।
জব সলুশন