The right passive form of "Who taught you English?" is

ক) By whom were you taught English?
খ) By whom had you been taught English?
গ) By whom was you taught English?
ঘ) By whom had you taught English?
বিস্তারিত ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense-এ আছে। এর Passive করার নিয়ম হলো: By whom + was/were + object (subject form) + V3 + ?। 'you' এর সাথে 'were' বসে। তাই প্রথম অপশনটি সঠিক।

Related Questions

ক) the end of a book
খ) the last line of a book
গ) the final step
ঘ) the essential point
Note : Bottom line' একটি ইডিয়ম যার অর্থ হলো কোনো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা চূড়ান্ত ফলাফল। অর্থাৎ মূল বিষয় বা সারমর্ম।
ক) Round
খ) Flat
গ) Angular
ঘ) Elongated
Note : কৌণিক বা ভাঙা আকৃতির (Angular) পাথর কংক্রিট মিশ্রণে সবচেয়ে ভালো ইন্টারলকিং বা বন্ধন তৈরি করে। ফলে কংক্রিটের শক্তি গোলাকার বা চ্যাপ্টা পাথরের চেয়ে বেশি হয়।
ক) Medieval period
খ) Elizabethan period
গ) Caroline period
ঘ) Restoration period
Note : উইলিয়াম শেক্সপিয়ারের আবির্ভাব ও সাহিত্যকর্মের সময়কাল ছিল ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসনকালে। তাই এই সময়কে Elizabethan period বা এলিজাবেথীয় যুগ বলা হয়।
ক) LGED
খ) PWD
গ) Civil Aviation Authority
ঘ) RAJUK
Note : সাধারণত কোনো এলাকার জন্য নির্ধারিত উন্নয়ন কর্তৃপক্ষ (যেমন ঢাকার জন্য রাজউক) ভবন নির্মাণের নকশা অনুমোদন ও ছাড়পত্র প্রদান করে।
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) মুহম্মদ আব্দুল হাই
গ) মুনীর চৌধুরী
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
Note : বাংলা ভাষার ইতিবৃত্ত' একটি বিখ্যাত ভাষাতাত্ত্বিক গবেষণা গ্রন্থ। এর রচয়িতা হলেন প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ক) is
খ) was
গ) would be
ঘ) will
Note : বাক্যের প্রথম অংশ 'were uncertain' অতীতকালে (Past Tense) আছে। Sequence of Tense-এর নিয়ম অনুযায়ী পরের অংশটিও অতীতকালে হবে। তাই 'was' এখানে সঠিক।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন