কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি ?

ক) যাযাবর
খ) অবধূত
গ) ভানুসিংহ
ঘ) হুতোম প্যাঁচা
বিস্তারিত ব্যাখ্যা:
কালীপ্রসন্ন সিংহ উনিশ শতকের কলকাতার সমাজচিত্র নিয়ে 'হুতোম প্যাঁচার নকশা' নামে একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের লেখকের ছদ্মনাম ছিল 'হুতোম প্যাঁচা'। 'ভানুসিংহ' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।

Related Questions

ক) বঙ্কিমচন্দ্রকে
খ) শরৎচন্দ্রকে
গ) রবীন্দ্রনাথকে
ঘ) কাজী নজরুলকে
Note : স্কটিশ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট ঐতিহাসিক উপন্যাস রচনার জন্য বিখ্যাত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস (যেমন: দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা) রচনা করেন। এই ধারার প্রবর্তক হিসেবে তাকে স্কটের সাথে তুলনা করে 'বাংলার স্কট' বলা হয়।
ক) দৌলত উজির
খ) বাহরাম খান
গ) দৌলত উজির বাহরাম খান
ঘ) দৌলত খান
Note : 'দৌলত উজির' ছিল তার উপাধি বা পদবি, যা তিনি চট্টগ্রামের শাসকের অধীনে লাভ করেন। তার আসল নাম ছিল 'বাহরাম খান'। তবে তিনি 'দৌলত উজির বাহরাম খান' নামেই সর্বাধিক পরিচিত।
ক) নারায়ণ গঙ্গোপাধ্যয়
খ) মোজাম্মেল হক
গ) রাজশেখর বসু
ঘ) বিমল ঘোষ
Note : প্রখ্যাত কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় 'সুনন্দ' ছদ্মনামে ছোটদের জন্য এবং রম্যরচনা লিখতেন। তার মূল নামের পাশাপাশি এই ছদ্মনামটিও বাংলা সাহিত্যে সুপরিচিত।
ক) গোবিন্দ্র চন্দ্র দাস
খ) যতীন্দ্র নাথ সেনগুপ্ত
গ) সুকান্ত ভট্রাচার্য
ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Note : যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতায় জীবনের দুঃখ, হতাশা, বেদনা ও নৈরাশ্য অত্যন্ত প্রবলভাবে ফুটে উঠেছে। তার কাব্যগ্রন্থগুলোর নামও ('মরীচিকা', 'মরুশিখা') এই দুঃখবোধের পরিচায়ক। এ কারণে সমালোচকরা তাকে 'দুঃখবাদী কবি' হিসেবে আখ্যায়িত করেছেন।
ক) জসীমউদ্দিন
খ) মুকুন্দদাস
গ) মোজাম্মেল হক
ঘ) প্রমথ চৌধুরী
Note : মুকুন্দদাস ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের সময় গ্রামে-গঞ্জে ঘুরে গান গেয়ে এবং যাত্রাপালা করে গণজাগরণ সৃষ্টি করতেন। জনগণের কাছে সরাসরি বার্তা পৌঁছে দেওয়ার এই রীতির জন্য তাকে 'চারণ কবি' বলা হয়। 'চারণ' শব্দের অর্থ স্তুতি পাঠক বা গায়ক, যারা ঘুরে ঘুরে গান করেন।
ক) দ্বারকানাথ ঠাকুর
খ) ব্রিটিশ সরকার
গ) ব্রাহ্ম সমাজ
ঘ) ব্রাহ্মণ সমাজ
Note : দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মসমাজের প্রধান আচার্য। তার গভীর আধ্যাত্মিক জ্ঞান, সাধনা এবং ব্রাহ্মধর্মের উন্নতিতে অসামান্য অবদানের জন্য 'ব্রাহ্ম সমাজ'-এর অনুসারীরাই তাকে শ্রদ্ধাভরে 'মহর্ষি' (মহান ঋষি) উপাধিতে ভূষিত করেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন