মরমী কবি’ কে ?

ক) হাসন রাজা
খ) সুলতান মিয়াজী
গ) আলাউদ্দিন খাঁ
ঘ) ঈসা খাঁ
বিস্তারিত ব্যাখ্যা:
হাসন রাজা তার গানে দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতার গভীর দর্শনকে সহজ-সরল ভাষায় প্রকাশ করেছেন। জীবনের গূঢ় রহস্য ও স্রষ্টার প্রতি আত্মনিবেদনের ভাব তার গানে ফুটে ওঠায় তিনি 'মরমী কবি' হিসেবে সর্বাধিক পরিচিতি লাভ করেন।

Related Questions

ক) আবদুল করিমের
খ) মুহম্মদ শহীদুল্লাহর
গ) মোতাহের হোসেন চৌধুরীর
ঘ) আবুল ফজলের
Note : আবদুল করিম ছিলেন একজন পুঁথি সংগ্রাহক ও গবেষক। প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহ ও সম্পাদনার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য চট্টগ্রাম ধর্মানুরাগিণী সভা তাকে 'সাহিত্য বিশারদ' উপাধিতে ভূষিত করে।
ক) বিষ্ণু দে
খ) সুধীন দত্ত
গ) অমিয় চক্রবর্তী
ঘ) সমর সেন
Note : আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ সমর সেন তার কবিতায় নাগরিক জীবনের ক্লান্তি, বিচ্ছিন্নতা, হতাশা ও যান্ত্রিকতাকে নিপুণভাবে তুলে ধরেছেন। নগরকেন্দ্রিক জীবন ও মানসিকতার এই শৈল্পিক রূপায়ণের জন্য তাকে 'নাগরিক কবি' বলা হয়।
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) গোলাম মোস্তফা
গ) আল মাহমুদ
ঘ) শামসুর রাহমান
Note : কবি গোলাম মোস্তফা তার সুললিত ও ছন্দোময় কবিতার জন্য পরিচিত। তার কাব্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর সাহিত্য সংঘ তাকে 'কাব্যসুধাকর' উপাধি প্রদান করে।
ক) মহাত্মা গান্ধী
খ) বাংলার জনসাধারণ
গ) যুগান্তর দলের নেতা পুলিন দাস
ঘ) ভারতীয় কংগ্রেস
Note : চিত্তরঞ্জন দাস ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের সেবা করেছেন এবং বহু বিপ্লবীর মামলা বিনা পারিশ্রমিকে লড়েছেন। তার এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলার সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে 'দেশবন্ধু' (দেশের বন্ধু) উপাধিতে ভূষিত করে।
ক) মালাধর বসু
খ) মুকুন্দরাম
গ) ভারতচন্দ্র
ঘ) ময়ূর ভট্ট
Note : অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়কে তার অসাধারণ কাব্য প্রতিভার জন্য নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র 'রায় গুণাকর' উপাধিতে ভূষিত করেন। তার কাব্যের শিল্পসুষমা ও পাণ্ডিত্য এই উপাধির যথার্থতা প্রমাণ করে।
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মোহিতলাল মজুমদার
গ) মধুসুদন দত্ত
ঘ) কোনটিই নয়
Note : বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার অবিস্মরণীয় সাহিত্যকর্মের জন্য 'সাহিত্য সম্রাট' উপাধি দেওয়া হয়। যেহেতু অপশনগুলোর মধ্যে তার নাম নেই, তাই সঠিক উত্তর 'কোনটিই নয়'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন