'Cut up' means-
ক) discount
খ) reduce
গ) dislocate
ঘ) seperate
বিস্তারিত ব্যাখ্যা:
Cut up' একটি Phrasal verb। এর একটি অর্থ হলো কোনো কিছুকে কেটে টুকরো টুকরো করা। এই অর্থে 'seperate' বা 'divide' শব্দটি সবচেয়ে উপযুক্ত। যেমন: "She cut up the cake." বলতে বোঝায় সে কেকটিকে টুকরো করে আলাদা করেছে।
Related Questions
ক) সঞ্চালিনী
খ) সঞ্চয়িতা
গ) সঞ্চারিণী
ঘ) সঞ্চিতা
Note : সঞ্চিতা' বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্য সংকলন। অন্যদিকে 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন।
ক) কৃতজ্ঞ
খ) কৃতঘ্ন
গ) অকৃতজ্ঞ
ঘ) অকৃতঘ্ন
Note : যে অন্যের উপকার স্বীকার করে না বা উপকারের অপকার করে তাকে এক কথায় 'কৃতঘ্ন' বলা হয়। 'কৃতজ্ঞ' হলো যে উপকারীর উপকার স্বীকার করে।
ক) এন.বি হ্যালহেড
খ) উইলিয়াম কেরী
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) ড. সুনীতিকুমার
Note : নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (এন.বি. হ্যালহেড) ১৭৭৮ সালে 'A Grammar of the Bengal Language' নামে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এটিই প্রথম মুদ্রিত বাংলা ব্যাকরণ।
ক) কর্তৃকারকে প্রথমা
খ) অপাদানে সপ্তমী
গ) করণে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
Note : তিলে তৈল হয়' বাক্যে 'তিল' থেকে তৈল উৎপন্ন হয় বা বিচ্যুত হয়। যা থেকে কিছু গৃহীত চলিত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এখানে 'তিলে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি (-এ)।
ক) ওলন্দাজ
খ) চাইনিজ
গ) ফরাসি
ঘ) হিন্দি
Note : রেস্তোরাঁ' (Restaurant) শব্দটি একটি ফরাসি শব্দ যা বাংলা ভাষায় আত্মীকৃত হয়েছে এবং এর অর্থ খাবারের দোকান বা ভোজনশালা।
ক) পালানো
খ) দীর্ঘ বক্তৃতা
গ) উল্টাফল
ঘ) ঘরে যাওয়া
Note : লম্বা দেয়া' একটি প্রচলিত বাগধারা যার অর্থ হলো 'পালিয়ে যাওয়া' বা 'চম্পট দেওয়া'। যেমন: চোরটি পুলিশের উপস্থিতি টের পেয়ে লম্বা দিল।
জব সলুশন