'Circular' শব্দের পারিভাষিক রূপ-

ক) প্রজ্ঞাপন
খ) প্রত্যয়ন
গ) বিজ্ঞপ্তি
ঘ) পরিপত্র
বিস্তারিত ব্যাখ্যা:
Circular' শব্দের পারিভাষিক রূপ হলো 'বিজ্ঞপ্তি' বা 'পরিপত্র'। প্রদত্ত অপশন অনুযায়ী 'বিজ্ঞপ্তি' / 'পরিপত্র' সঠিক।

Related Questions

ক) সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ আছে
খ) নারীবাচক শব্দের বিশেষণও নারীবাচক হবে
গ) কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই
ঘ) কেবল প্রত্যয়যোগে নারীবাচক শব্দ তৈরি হয়
Note : কিছু শব্দ আছে যাদের পুরুষ ও নারীবাচক ভিন্ন রূপ নেই যেমন পাখি শিশু। নারীবাচক শব্দের বিশেষণ নারীবাচক হয় না। সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ নেই। প্রত্যয় ছাড়াও লিঙ্গান্তর হয়।
ক) লা
খ) ঠা
গ) রা
ঘ) তা
Note : তারিখবাচক শব্দে 'লা' (১লা) 'ঠা' (২ঠা) 'রা' (১১রা) ইত্যাদি ব্যবহার হলেও 'তা' (১৩তা) ব্যবহৃত হয় না।
ক) অনুস্বার
খ) বিসর্গ
গ) ডট
ঘ) কোলন
Note : শব্দ সংক্ষেপ করতে অনুস্বার (.) অথবা ডট (.) ব্যবহার করা হয়। বিসর্গ (ঃ) ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হয়। কোলন (ঃ) সাধারণত দৃষ্টান্ত উদ্ধৃত করতে বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়।
ক) সত্ত্ব্বর, চোষ্য, মুমূর্ষু
খ) শীর্ণ, সাক্ষর, সত্তা
গ) উজ্জল, দ্বন্দ্ব, শ্বশুর
ঘ) নীড়, বিচ্যুত, বাণি
Note : 'শীর্ণ' 'সাক্ষর' ও 'সত্তা' এই তিনটি শব্দই শুদ্ধ।
ক) অধুনা
খ) অভ্যুত্থান
গ) আকর
ঘ) আকাল
Note : অধুনা' শব্দের অর্থ সম্প্রতি বা বর্তমান যা কোনো বিশেষ্য বা ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাই এটি একটি বিশেষণ পদ।
ক) নপুংসক
খ) ভীরু
গ) সংকীর্ণ
ঘ) সক্ষম
Note : ক্লীব' শব্দের অর্থ শক্তিহীন বা দুর্বল। এর বিপরীত শব্দ 'সক্ষম' অর্থাৎ শক্তিশালী।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন