হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে হয়েছে?
ক) ইউরেশিয়ান ও আফ্রিকান
খ) ইন্দোঅস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান
গ) আমেরিকান ও ইউরেশিয়ান
ঘ) প্যাসিফিক ও ইন্দোঅস্ট্রেলিয়ান
বিস্তারিত ব্যাখ্যা:
হিমালয় পর্বতমালা ইন্দো-অস্ট্রেলীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে।
Related Questions
ক) মালাক্কা ও হরমুজ প্রাণালী
খ) হরমুজ ও পক প্রাণালী
গ) সুয়েজ খাল ও জিব্রাল্টার প্রণালী
ঘ) জিব্রাল্টার ও বসফরাস প্রণালী
Note : বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মালাক্কা প্রণালী এবং হরমুজ প্রণালীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এই দুটি বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।
ক) ১৫ মিনিট
খ) ৩০ মিনিট
গ) ৬০ মিনিট
ঘ) ১২০ মিনিট
Note : পৃথিবী তার অক্ষের উপর প্রতি ১৫° দ্রাঘিমা ঘোরার জন্য ১ ঘণ্টা সময় নেয়। সুতরাং ৩০° দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান ২ ঘণ্টা বা ১২০ মিনিট হয়।
ক) মেঘালয়
খ) আসাম
গ) পশ্চিমবঙ্গ
ঘ) ত্রিপুরা
Note : বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে।
ক) ইন্দোনেশিয়া
খ) নাইজেরিয়া
গ) বাংলাদেশ
ঘ) গ্যবন
Note : বাংলাদেশ ওপেক (OPEC) এর সদস্য নয়। ওপেক হলো তেল উৎপাদনকারী দেশগুলোর একটি সংস্থা।
ক) তুরিন,ইতালি
খ) মাদ্রিদ,স্পেন
গ) প্যারিস, ফ্রান্স
ঘ) ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
Note : জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এর সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত।
ক) EU
খ) WTO
গ) RCEP
ঘ) AU
Note : বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটগুলোর মধ্যে অন্যতম। আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP) চুক্তিটিও একটি বৃহৎ জোট।
জব সলুশন