কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কী পরিমাপের জন্য?

ক) সিস্টেমের দাম
খ) সিস্টেমের কর্ম ক্ষমতা (Performance)
গ) শুধু বিদ্যুৎ শক্তি খরচের পরিমাণ
ঘ) স্টোরেজের ধারণ ক্ষমতা
বিস্তারিত ব্যাখ্যা:
কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় একটি সিস্টেমের কর্মক্ষমতা (Performance) পরিমাপ করার জন্য এটি বিভিন্ন কাজের ক্ষেত্রে কতটা কার্যকর তা যাচাই করে।

Related Questions

ক) অনেক বেশি ডেটা সংরক্ষণের জন্য
খ) ক্লাউডে ডেটা সংরক্ষণের জন্য
গ) সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়াতে
ঘ) এক্সটারনাল মেমোরি সংযোগের জন্য
Note : ভার্চুয়াল মেমোরি হলো একটি মেমোরি ম্যানেজমেন্ট কৌশল যা অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেকেন্ডারি স্টোরেজকে (যেমন হার্ডডিস্ক) র‍্যামের (RAM) সম্প্রসারণ হিসেবে ব্যবহার করে।
ক) ইনফ্রা রেড ইমেজিং
খ) আই.ও.টি (IoT), সেন্সর
গ) তার মাধ্যম সম্পন্ন নেটওয়ার্ক
ঘ) ও.এল.ই.ডি (OLED) ডিসপ্লে
Note : নির্ভুল কৃষিতে (Precision Agriculture) ইন্টারনেট অফ থিংস (IoT) এবং বিভিন্ন সেন্সর প্রযুক্তি ব্যবহার করে মাটি ফসল ও পরিবেশের ডেটা সংগ্রহ করা হয়।
ক) ২.৫ ন্যানো সেকেন্ড (ns)
খ) ২.৫ মাইক্রো সেকেন্ড (ms)
গ) ৪(ms)
ঘ) ৪(ns)
Note : ক্লক সাইকেল টাইম হলো ক্লক স্পিডের বিপরীত। যদি ক্লক স্পিড ৪.০০ গিগা হার্জ (4 x 10^9 Hz) হয় তবে ক্লক সাইকেল টাইম হবে 1 / (4 x 10^9) সেকেন্ড = 0.25 x 10^-9 সেকেন্ড = 2.5 ন্যানো সেকেন্ড।
ক) প্রস্বেদন
খ) অভিস্রবন
গ) ব্যাপন
ঘ) শোষণ
Note : প্রস্বেদনকে (Transpiration) 'Necessary Evil' বা প্রয়োজনীয় মন্দ বলা হয়। কারণ এটি উদ্ভিদের জন্য পানি পরিবহন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় হলেও এর মাধ্যমে প্রচুর পানি অপচয় হয়।
ক) 24
খ) 15
গ) 7
ঘ) 5
Note : ফিটকিরি হলো পটাশ অ্যালামের একটি লবণ যার রাসায়নিক সংকেত K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O। তাই এতে ২৪ অণু পানি থাকে।
ক) শনি
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) ইউরেনাস
Note : নাসার 'কিউরিওসিটি' রোভারটি মঙ্গল গ্রহের পৃষ্ঠ গবেষণার জন্য ২০১১ সালে প্রেরণ করা হয়েছিল।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন