কৌশলে কার্যোদ্ধার'- কোনটির অর্থ?

ক) গাছে তুলে মই কাড়া
খ) এক ক্ষুরে মাথা মোড়ানো
গ) ধরি মাছ না ছুঁই পানি
ঘ) আকাশের চাঁদ হাতে পাওয়া
বিস্তারিত ব্যাখ্যা:
'ধরি মাছ না ছুঁই পানি' এই বাগধারাটির অর্থ কৌশলে কার্যোদ্ধার করা।

Related Questions

ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব
Note : নীল যে আকাশ - এটি কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে নীল বিশেষণ এবং আকাশ বিশেষ্য পদ।
ক) নির্মোক
খ) উরগ
গ) কৃত্তি
ঘ) প্লাবক
Note : সাপের খোলসকে 'নির্মোক' বলা হয়।
ক) অল্পভাষী
খ) সংযম
গ) মিতভাষী
ঘ) সন্ন্যাসী
Note : যিনি অল্প কথা বলেন তাকে মিতভাষী বলা হয়।
ক) উন্মিলন
খ) উন্মিলণ
গ) উন্মীলণ
ঘ) উন্মীলন
Note : উন্মীলন বানানটি শুদ্ধ। এটি কোনো কিছু খোলা বা প্রকাশিত হওয়াকে বোঝায়।
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
Note : ব্যাকরণ শব্দটি এখানে অধিকরণ কারকের 'সপ্তমী' বিভক্তি। এখানে বিশেষ জ্ঞান বা বিষয়ের আধারাধিক্য বোঝানো হয়েছে।
ক) তিলে তৈল আছে
খ) দুধ থেকে ঘি হয়
গ) তিল থেকে তেল হয়
ঘ) মেঘ থেকে বৃষ্টি হয়
Note : অধিকরণ কারক কোনো স্থান, কাল বা বিষয়ের আধারাধিক্য বোঝায়। 'তিলে তৈল আছে' বাক্যে তিল নামক বস্তুতে তেলের আধারাধিক্য বোঝানো হয়েছে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন