প্রবল জোয়ারের কারণ, এ সময়
ক) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
খ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
গ) পৃথিবী, সূর্য ও চন্দ্র এক সরলরেখায় থাকে
ঘ) সূর্য ও চন্দ্র পৃথিবীর সাথে সমকোণ করে থাকে
বিস্তারিত ব্যাখ্যা:
প্রবল জোয়ার (Spring Tide) ঘটে যখন সূর্য, পৃথিবী ও চন্দ্র একই সরলরেখায় অবস্থান করে। চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকা বা পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকা জোয়ারের তীব্রতা বাড়াতে পারে, কিন্তু প্রবল জোয়ারের জন্য সূর্য, পৃথিবী ও চন্দ্রের সরলরৈখিক অবস্থান জরুরি।
Related Questions
ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) পারস্য মহাসাগরে
Note : গ্রেট ব্যারিয়ার রীফ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
ক) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
খ) উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
গ) ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
ঘ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
Note : ইংলিশ চ্যানেল উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।
ক) মুন্সগঞ্জের নিকট
খ) ভৈরবের নিকট
গ) চাঁদপুরের নিকট
ঘ) গোয়ালন্দের নিকট
Note : পদ্মা ও যমুনা নদী গোয়ালন্দ নামক স্থানে মিলিত হয়েছে। মুন্সগঞ্জ, ভৈরব এবং চাঁদপুর অন্য স্থান।
ক) দক্ষিণ-পূর্ব
খ) উত্তর-পূর্ব
গ) পূর্ব
ঘ) পশ্চিম
Note : মিয়ানমার বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। দক্ষিণ-পূর্ব, পূর্ব এবং পশ্চিম ভিন্ন দিক।
ক) সম্রাট আকবর
খ) শাহজাদা আযম
গ) ঈশা খান
ঘ) সুবেদার ইসলাম খান
Note : মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল এবং এর পত্তনকারী হিসেবে ঈশা খান বিখ্যাত। সম্রাট আকবর, শাহজাদা আযম এবং সুবেদার ইসলাম খান অন্য ঐতিহাসিক ব্যক্তিত্ব।
ক) গলায়
খ) ফুসফুসে
গ) নাকে
ঘ) হৃৎপিণ্ডে
Note : নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রামক রোগ, যেখানে ফুসফুসের বায়ুথলি প্রদাহে আক্রান্ত হয়। গলা, নাক এবং হৃৎপিণ্ড ভিন্ন অঙ্গ।
জব সলুশন