তিনটি ক্রমিক সংখ্যার গুনফল তাদের যোগফলের ৫ গুণ। সংখ্যা তিনটির গড় কত?

ক) 6
খ) 4
গ) 5
ঘ) 8
বিস্তারিত ব্যাখ্যা:
ধরা যাক, সংখ্যা তিনটি হলো x-1, x, x+1। তাদের যোগফল = (x-1)+x+(x+1) = 3x। তাদের গুণফল = (x-1)x(x+1) = x(x²-1)। প্রশ্নানুসারে, x(x²-1) = 5(3x) = 15x। যেহেতু সংখ্যাগুলো পূর্ণসংখ্যা, x ≠ 0। তাই, x²-1 = 15 => x² = 16 => x = ±4। যদি x=4 হয়, তবে সংখ্যাগুলো 3, 4, 5। এদের গুণফল 60, যোগফল 12। 60 = 5 * 12। এটি সঠিক। সংখ্যা তিনটির গড় = (3+4+5)/3 = 12/3 = 4। সঠিক উত্তর 4।

Related Questions

ক) ৫টি
খ) ১০টি
গ) ১৫টি
ঘ) ১২টি
Note : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫ জন সদস্য থাকেন। এদের মধ্যে ৫ জন স্থায়ী সদস্য (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র) এবং ১০ জন অস্থায়ী সদস্য, যারা ২ বছরের জন্য নির্বাচিত হন। সুতরাং, অস্থায়ী সদস্য ১০টি।
ক) ২৬ ই জুলাই/২৪
খ) ৬ আগস্ট/২৪
গ) ১৬ ই জুলাই/২৪
ঘ) কোনটিই নয়
Note :

বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে ৩৬ জুলাই বলতে ২০২৪ সালের ৫ আগস্টকে নির্দেশ করে। অসহযোগ আন্দোলনের প্রেক্ষিত সৃষ্ট গণ-অভ্যুত্থানে বাংলাদেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিন পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান ।

ক) ৮ মে
খ) ১৮ মে
গ) ৮ জুন
ঘ) ১৮ জুন
Note : প্রতি বছর ৮ই মে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়। এই দিনটি হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী, যিনি রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা।
ক) ইরাকের একটি শহরের নাম
খ) ইরানের একটি শহরের নাম
গ) আফগানিস্থানের একটি শহরের নাম
ঘ) সুদানের একটি শহরের নাম
Note : দারফুর (Darfur) হলো উত্তর-পশ্চিম সুদানের একটি অঞ্চল, যা দীর্ঘদিন ধরে সংঘাত ও মানবিক সংকটের জন্য পরিচিত। এটি কোনো দেশের একক শহরের নাম নয়, বরং একটি অঞ্চল।
ক) ০-২
খ) ০-১২
গ) ০-১৪
ঘ) ০-১৮
Note : জাতিসংঘের শিশু অধিকার সনদ (UN Convention on the Rights of the Child) অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী প্রত্যেককে শিশু হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, শিশু সনদে ১৮ বছর বয়স পর্যন্ত সুরক্ষার বিধান রয়েছে।
ক) ইংল্যান্ড
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) অস্ট্রেলিয়া
Note : কুইন্সল্যান্ড (Queensland) অস্ট্রেলিয়ার একটি রাজ্য। এটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব অংশে অবস্থিত।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন