সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?

ক) কৈলাশ সত্যার্থী
খ) প্রফেসর আব্দুস সালাম
গ) মালালা ইউসুফ জাঈ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
বিস্তারিত ব্যাখ্যা:
মালালা ইউসুফ জাঈ (Malala Yousafzai) ১৭ বছর বয়সে, ২০১৪ সালে, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নারী শিক্ষার পক্ষে তাঁর নিরলস প্রচারণার জন্য এই সম্মাননা পান। এটি তাঁকে নোবেল পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিতি দিয়েছে।

Related Questions

ক) Economics (অর্থনীতি)
খ) Peace (শান্তি)
গ) Micro Credit (ক্ষুদ্রঋণ)
ঘ) Poverty Alleviation (দারিদ্র বিমোচন)
Note : ড. মুহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি তাদের 'দারিদ্র্য বিমোচনে' এবং 'ক্ষুদ্রঋণ' (Micro Credit) প্রসারে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করে। যদিও তাঁর কাজ অর্থনীতি ও দারিদ্র্য বিমোচন সম্পর্কিত, তবে শান্তিতে নোবেল প্রাপ্তির মূল কারণ হলো তাঁর কাজের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনা।
ক) ডা. সাঈদ হায়দার
খ) ড. জামিলুর রেজা চৌধুরী
গ) তোয়াব খান
ঘ) অধ্যাপক জুলেখা হক
Note : ২০১৮ সালে গবেষণায় একুশে পদক পেয়েছেন অধ্যাপক জুলেখা হক। একুশে পদক বাংলাদেশের একটি অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা ভাষা আন্দোলন, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়।
ক) ১৯৬০ সাল
খ) ১৯৬১ সাল
গ) ১৯৬২ সাল
ঘ) ১৯৬৪ সাল
Note : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৬০ সাল থেকে। এটি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে থাকে।
ক) একুশে পদক
খ) স্বাধীনতা পদক
গ) বাংলা একাডেমী পদক
ঘ) প্রধানমন্ত্রী জাতীয় পুরষ্কার
Note : বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক সম্মাননা হলো 'স্বাধীনতা পদক'। এটি সর্বোচ্চ বীরত্ব, সাহসিকতা, ত্যাগ বা অন্য কোনো অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়।
ক) সাহিত্য পুরস্কার
খ) শিশু সাহিত্য পুরস্কার
গ) চলচ্চিত্র পুরস্কার
ঘ) নাট্যকার পুরস্কার
Note : অস্কার পুরস্কার (Academy Award) মূলত চলচ্চিত্র শিল্পের শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হয়। এটি বিশ্বের অন্যতম পরিচিত ও সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার।
ক) বিশ্বশান্তি
খ) স্থাপত্য শিল্প
গ) চিকিৎসা শাস্ত্র
ঘ) দারিদ্র দূরীকরণ
Note : আগা খান পুরস্কার (Aga Khan Award for Architecture) মূলত স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যুগান্তকারী এবং উদ্ভাবনী অবদানের জন্য প্রদান করা হয়। এটি মুসলিম বিশ্বে স্থাপত্যের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন