কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার,৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

ক) ৮ জন
খ) ১০ জন
গ) ১১ জন
ঘ) ১২ জন
বিস্তারিত ব্যাখ্যা:
ধরি, মোট পরীক্ষার্থী ১০০ জন। পদার্থবিদ্যায় পাস করেছে = ৮৫ জন। রসায়নে পাস করেছে = ৮১ জন। উভয় বিষয়ে পাস করেছে = ৭৬ জন। শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে = ৮৫ - ৭৬ = ৯ জন। শুধুমাত্র রসায়নে পাস করেছে = ৮১ - ৭৬ = ৫ জন। মোট পাস করেছে = (শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস) + (শুধুমাত্র রসায়নে পাস) + (উভয় বিষয়ে পাস) = ৯ + ৫ + ৭৬ = ৯০ জন। সুতরাং, উভয় বিষয়ে ফেল করেছে = ১০০ - ৯০ = ১০ জন।

Related Questions

ক) 19
খ) 25
গ) 27
ঘ) 30
Note : এটি একটি সমান্তর ধারা। প্রথম পদ a = ১। সাধারণ অন্তর d = ৪ - ১ = ৩। n-তম পদ এর সূত্র হলো a_n = a + (n-1)d। এখানে ৭ম পদ বের করতে হবে, তাই n = ৭। a_7 = ১ + (৭-১)৩ = ১ + ৬৩ = ১ + ১৮ = ১৯।
ক) 20
খ) 23
গ) 25
ঘ) 27
Note : আমরা জানি, (a - 1/a)² = a² - 2(a)(1/a) + (1/a)² = a² - 2 + 1/a²। প্রদত্ত, a - 1/a = 5। তাহলে, (a - 1/a)² = 5² = 25। সুতরাং, a² - 2 + 1/a² = 25। a² + 1/a² = 25 + 2 = 27।
ক) ২৫০ টাকা
খ) ২৭৫ টাকা
গ) ৩২৫ টাকা
ঘ) ৪০০ টাকা
Note : ৫০টি কলার বিক্রয়মূল্য ২২০ টাকা। ১০% লাভে বিক্রয় করা হয়েছে। ধরি, ৫০টি কলার ক্রয়মূল্য C। তাহলে C + (C এর ১০%) = ২২০। C + ০.১০C = ২২০। ১.১০C = ২২০। C = ২২০ / ১.১০ = ২০০ টাকা। সুতরাং, ৫০টি কলার ক্রয়মূল্য ২০০ টাকা। তাহলে ১০০টি কলার ক্রয়মূল্য হবে ২০০ * ২ = ৪০০ টাকা।
ক) 17
খ) 18
গ) 20
ঘ) 22
Note : আমরা জানি, (x+y)² = x² + 2xy + y² এবং (x-y)² = x² - 2xy + y²। উভয় সমীকরণ যোগ করলে পাই, (x+y)² + (x-y)² = 2(x² + y²)। এখানে, (x+y)² = 5² = 25 এবং (x-y)² = 3² = 9। তাহলে, 25 + 9 = 2(x² + y²)। 34 = 2(x² + y²)। x² + y² = 34/2 = 17।
ক) ৮ বছর
খ) ৯ বছর
গ) ১০ বছর
ঘ) ১১ বছর
Note : মোট ২০ জন ছাত্রীর বয়সের সমষ্টি = ২০ * ১২ বছর = ২৪০ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার পর মোট ছাত্রী সংখ্যা = ২০ + ৪ = ২৪ জন। বয়সের গড় ৪ মাস কমে যাওয়ায় নতুন গড় = ১২ বছর - ৪ মাস = ১১ বছর ৮ মাস। ২৪ জন ছাত্রীর বয়সের সমষ্টি = ২৪ * (১১ বছর ৮ মাস) = ২৪ * (১১ + ৮/১২) বছর = ২৪ * (১১ + ২/৩) বছর = ২৪ * (৩৫/৩) বছর = ৮ * ৩৫ = ২৮০ বছর। নতুন ৪ জন ছাত্রীর বয়সের সমষ্টি = ২৮০ - ২৪০ = ৪০ বছর। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় = ৪০ বছর / ৪ = ১০ বছর।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন