সরল সুদের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হয়?

ক) আসলের ওপর
খ) বাৎসরিক টাকার ওপর
গ) সুদাসলের ওপর
ঘ) বাট্টার ওপর

Related Questions

ক) ১০০০০টাকা
খ) ৫০০০ টাকা
গ) ১৫০০০টাকা
ঘ) ২০০০০টাকা
Note :

 

৪% সুদে সুদ পায় = ১০০০০*.০৪ = ৪০০ টাকা

আর 'ক' টাকা ৭% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৫% হারে সরল সুদ পাবে

৪০০ + .০৭ক  = (১০০০০+ক).০৫

=> ৪০০ + .০৭ক = ৫০০ + .০৫ক

=> .০২ক = ১০০

=> ক = ৫০০০

ক) ৩ বছরে
খ) ৪ বছরে
গ) ৫ বছরে
ঘ) ৬ বছরে
Note :

প্রথমে, সুদে-আসল থেকে আসল বাদ দিয়ে অর্জিত সুদ বের করতে হবে: সুদ = ৫৫৮ - ৪৫০ = ১০৮ টাকা। তারপর, সরল সুদের সূত্র ব্যবহার করে সময় বের করতে হবে: সময় = (সুদ × ১০০) / (আসল × সুদের হার)। সময় = (১০৮ × ১০০) / (৪৫০ × ৬) = ১০৮০০ / ২৭০০ = ৪ বছর। তাই, সঠিক উত্তর হলো ৪ বছরে।

ক) 7800
খ) 7200
গ) 6800
ঘ) 7000
Note :

ধরি, ৫% হারে জমা রাখা টাকা = X টাকা। তাহলে, ১০% হারে জমা রাখা টাকা = (১৫০০০ - X) টাকা। ৫% হারে সুদ = (X × ৫ × ১) / ১০০ = ০.০৫X। ১০% হারে সুদ = ((১৫০০০ - X) × ১০ × ১) / ১০০ = ১৫০০ - ০.১০X। মোট সুদ = ০.০৫X + ১৫০০ - ০.১০X = ১৫০০ - ০.০৫X। প্রশ্নানুযায়ী, মোট সুদ = ১১১০ টাকা। সুতরাং, ১৫০০ - ০.০৫X = ১১১০ => ০.০৫X = ১৫০০ - ১১১০ = ৩৯০। X = ৩৯০ / ০.০৫ = ৭৮০০ টাকা। তাই, সঠিক উত্তর হলো ৭৮০০।

ক) 727
খ) 730
গ) 725
ঘ) 726
Note :

সুদাসল = আসল × (১ + সুদের হার/১০০) ^ সময়। এখানে, আসল = ৬০০ টাকা, সুদের হার = ১০%, সময় = ২ বছর। সুদাসল = ৬০০ × (১ + ১০/১০০)² = ৬০০ × (১.১)² = ৬০০ × ১.২১ = ৭২৬ টাকা। তাই, সঠিক উত্তর হলো ৭২৬।

ক) ৫%
খ) ৬%
গ) ১০%
ঘ) ১২%
Note :

সুদ = (আসল × সুদের হার × সময়) / ১০০। ধরি, সুদের হার = R%। প্রথম ক্ষেত্রে সুদ = (৫০০ × R × ৪) / ১০০ = ২০R। দ্বিতীয় ক্ষেত্রে সুদ = (৬০০ × R × ৫) / ১০০ = ৩০R। মোট সুদ = ২০R + ৩০R = ৫০R। প্রশ্নানুযায়ী, মোট সুদ = ৫০০ টাকা। সুতরাং, ৫০R = ৫০০ => R = ৫০০ / ৫০ = ১০। তাই, সঠিক উত্তর হলো ১০%।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন