নদীমাতৃক' কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
বিস্তারিত ব্যাখ্যা:
এর ব্যাসবাক্য হলো 'নদী মাতা যার'। এখানে নদী বা মাতা কোনোটিকে না বুঝিয়ে নদীমাতৃক অর্থাৎ নদীই যার মায়ের মতো, এমন দেশ বা অঞ্চলকে বোঝাচ্ছে। তাই এটি বহুব্রীহি সমাস।
Related Questions
ক) সূর্যদীঘল বাড়ী
খ) জননী
গ) জাহান্নাম হইতে বিদায়
ঘ) কর্ণফুলী
Note : শওকত ওসমান রচিত 'জাহান্নাম হইতে বিদায়' একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 'সূর্যদীঘল বাড়ী' গ্রামীণ জীবন ও দারিদ্র্য নিয়ে, এবং 'কর্ণফুলী' নদী তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত।
ক) কু+ঝটিকা
খ) কুজ+ঝটিকা
গ) কুৎ+ঝটিকা
ঘ) কুজ্ঝ+টিকা
Note : 'ৎ' এর পরে 'ঝ' থাকলে উভয়ে মিলে 'জ্জ' (জ+ঝ) হয়। তাই সন্ধিটি হলো: কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা।
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সুকুমার রায়
গ) শেখ ফজলুল করিম
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
Note : এই বিখ্যাত এবং মজাদার কবিতাংশটি প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের 'আবোল তাবোল' গ্রন্থের 'বোম্বাগড়ের রাজা' কবিতা থেকে নেওয়া হয়েছে।
ক) ৪ বছর
খ) ৪ ১/২ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
Note : সুদ-আসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায় (৫৫৮-৪৫০) = ১০৮ টাকা। সুদের হার ও আসল দিয়ে সময় বের করার সূত্র (I = Pnr) ব্যবহার করলে সময় ৪ বছর পাওয়া যায়।
ক) 25
খ) 36
গ) 49
ঘ) 64
Note : রাশিটিকে (a-b)² সূত্রে ফেলার জন্য (2x)² - 2*(2x)*7 + 7² হিসেবে সাজাতে হবে। এখানে শেষ পদ 7² বা ৪৯ প্রয়োজন। তাই ৪৯ যোগ করলে রাশিটি পূর্ণ বর্গ হবে।
ক) 32
খ) 34
গ) 36
ঘ) 40
Note : a²+b² = (a+b)² - 2ab সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে। (x + 1/x)² - 2*x*(1/x) = 6² - 2 = 36 - 2 = 34।
জব সলুশন