এক ব্যক্তি ঘন্টায় ৪০ কি. মি. বেগে ২ ঘন্টা এবং ঘন্টায় ৬০ কি.মি. বেগে আরো ২ ঘন্টা গাড়ি চালালেন। তাঁর গাড়ির গড় গতিবেগ কত?
ক) ৪৫ কিমি/ঘন্টা
খ) ৫০ কিমি/ঘন্টা
গ) ৫২ কিমি/ঘন্টা
ঘ) ৫৫ কিমি/ঘন্টা
বিস্তারিত ব্যাখ্যা:
মোট অতিক্রান্ত দূরত্ব = (৪০ কিমি/ঘণ্টা * ২ ঘণ্টা) + (৬০ কিমি/ঘণ্টা * ২ ঘণ্টা) = ৮০ কিমি + ১২০ কিমি = ২০০ কিমি। মোট সময় = ২ ঘণ্টা + ২ ঘণ্টা = ৪ ঘণ্টা। গড় গতিবেগ = মোট দূরত্ব / মোট সময় = ২০০ কিমি / ৪ ঘণ্টা = ৫০ কিমি/ঘণ্টা। তাই সঠিক উত্তর B।
Related Questions
ক) ৬ দিনে
খ) ৮ দিনে
গ) ৯ দিনে
ঘ) ১০ দিনে
Note : যদি ২ জন পুরুষ = ৩ জন স্ত্রীলোক হয়, তাহলে ১ জন পুরুষ = ১.৫ জন স্ত্রীলোক। ৪ জন পুরুষ = ৪ * ১.৫ = ৬ জন স্ত্রীলোক। মোট স্ত্রীলোক = ৬ + ৭ = ১৩ জন। ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৬ দিনে শেষ করে। ১ জন স্ত্রীলোক সেই কাজ ৩*২৬ = ৭৮ দিনে শেষ করবে। ১৩ জন স্ত্রীলোক সেই কাজ ৭৮/১৩ = ৬ দিনে শেষ করবে। তাই সঠিক উত্তর A।
ক) দুই বাহু ও অন্তর্ভূক্ত কোণ
খ) তিন বাহু
গ) তিন কোণ
ঘ) দুই কোণ ও এক বাহু
Note : দুইটি ত্রিভুজের তিন কোণ সমান হলেও তারা সর্বসম নাও হতে পারে, তারা সদৃশ হতে পারে। সর্বসমতার জন্য অন্তত একটি বাহু সমান হওয়া জরুরি (যেমন: কোণ-বাহু-কোণ বা বাহু-কোণ-বাহু উপপাদ্য)।
ক) 1, 2
খ) 2,-1
গ) -1, 2
ঘ) -2, 1
Note :
সমীকরণগুলো সমাধান করলে x=2 এবং y=-1 পাওয়া যায়। 5(2) + 3(-1) = 10 - 3 = 7 এবং 4(2) + 5(-1) = 8 - 5 = 3। তাই সঠিক উত্তর B।
ক) 1:4
খ) 2:3
গ) 3:4
ঘ) 4:5
Note :
সঞ্চয় = ২২০০ - ১৬৫০ = ৫৫০ টাকা। সঞ্চয় : আয় = ৫৫০ : ২২০০ = ১ : ৪। তাই সঠিক উত্তর A।
ক) Decathlon
খ) Decatholon
গ) Decatholone
ঘ) Decethlone
Note : 'Decathlon' (ডেকাথলন) শব্দের সঠিক ইংরেজি বানান হলো 'Decathlon'।
ক) Popularity
খ) Population
গ) Popularise
ঘ) Popuale
Note : 'Popular' (জনপ্রিয়) বিশেষণ পদটির verb form হলো 'Popularise' (জনপ্রিয় করা)।
জব সলুশন