Which is the noun form of the word 'laugh'?

ক) Laughing
খ) Laughed
গ) Laughter
ঘ) Laughable
বিস্তারিত ব্যাখ্যা:
'Laugh' একটি verb। এর noun form হলো 'Laughter'। 'Laughing' একটি present participle (verb-ing form), 'Laughed' past tense of laugh, এবং 'Laughable' একটি adjective।

Related Questions

ক) Psychology
খ) Sycology
গ) Psykology
ঘ) Sychology
Note : 'Psychology' হলো মনোবিজ্ঞান। সঠিক ইংরেজি বানান হলো 'Psychology'।
ক) One of my friends are a lawyer
খ) It rained three days
গ) Do you have a complain against me
ঘ) You are proud of Bangladesh
Note : 'You are proud of Bangladesh' – এই বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ। প্রথম বাক্যে 'One of my friends' হলে verb 'is' হওয়ার কথা। দ্বিতীয় বাক্যে 'It rained three days' হওয়ার কথা। তৃতীয় বাক্যে 'a complain' না হয়ে 'a complaint' হওয়া উচিত।
ক) by
খ) for
গ) with
ঘ) upon
Note : 'hinges on' একটি phrase যার অর্থ নির্ভর করা। এখানে 'everything hinges on what happens next' অর্থাৎ সবকিছু নির্ভর করে এরপর কী ঘটবে তার ওপর।
ক) A verb
খ) An adjective
গ) An adverb
ঘ) A conjunction
Note : 'sings' একটি ক্রিয়া (verb)। 'sweetly' শব্দটি 'sings' ক্রিয়াটিকে বিশেষিত করছে, তাই এটি একটি ক্রিয়া বিশেষণ (adverb) হবে। 'sweetly' Adverb of Manner।
ক) Tresspass
খ) Trespass
গ) Trespas
ঘ) Tresspas
Note : 'Trespass' একটি ইংরেজি শব্দ যার অর্থ অনধিকার প্রবেশ। সঠিক ইংরেজি বানান হলো 'Trespass'।
ক) অধিকরণে সপ্তমী
খ) অপাদানে পঞ্চমী
গ) কর্ম্মে সপ্তমী
ঘ) অধিকরণে পঞ্চমী
Note : এখানে 'পাঠে' শব্দে মন দেওয়া বা নিবিষ্ট হওয়ার কথা বলা হয়েছে। কাজ বা আধার যেখানে ক্রিয়া সম্পন্ন হয়, সেখানে অধিকরণ কারক হয়। 'পাঠে' শব্দে 'এ' বিভক্তি যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন