২১৫, ২১৯, ৩২৫, ৬২৫ সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ বর্গ কোনটি?
ক) 215
খ) 219
গ) 625
ঘ) 325
বিস্তারিত ব্যাখ্যা:
পূর্ণ বর্গ সংখ্যা হলো সেই সংখ্যা যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। এখানে, ৬২৫ = ২৫ × ২৫ = ২৫²। অন্য সংখ্যাগুলো (২১৫, ২১৯, ৩২৫) কোনো পূর্ণ সংখ্যার বর্গ নয়। তাই ৬২৫ একটি পূর্ণ বর্গ সংখ্যা।
Related Questions
ক) সে রোজগারের ওপর খায়
খ) সে কষ্ট করে খায়
গ) সে হাতে রোজগার করে, মুখে খায়
ঘ) সে দিন আনে দিন খায়
Note : 'To live from hand to mouth' একটি ইংরেজি idiom যার অর্থ কোনো সঞ্চয় ছাড়াই কেবল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করা। এর সঠিক বাংলা ভাবানুবাদ হলো 'দিন আনে দিন খাওয়া', যা একই অর্থ প্রকাশ করে।
ক) William Shakespeare
খ) John Dryden
গ) John Donne
ঘ) John Milton
Note : 'Paradise Lost' (প্যারাডাইস লস্ট) সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি জন মিলটন (John Milton) কর্তৃক রচিত একটি মহাকাব্য। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত হয়।
ক) G.B. Shaw
খ) Thomas Hardy
গ) Ernest hemingway
ঘ) Charles Dickens
Note : 'Man and Superman' একটি বিখ্যাত নাটক যার রচয়িতা হলেন জর্জ বার্নার্ড শ (G.B. Shaw)। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ কমেডি হিসেবে পরিচিত।
ক) To help
খ) Help
গ) Helping
ঘ) For helping
Note : 'Mind' verb-টির পর যদি আরেকটি verb আসে, তবে সেই verb-এর gerund form (verb+ing) বসে। তাই 'mind'-এর পর 'helping' হবে। বাক্যটির অর্থ: 'আমি রান্না করতে সাহায্য করতে আপত্তি করি না, কিন্তু আমি থালা-বাসন ধোব না'।
ক) The basic facts about sex
খ) The bird's eye view
গ) The birds and bees are good workers
ঘ) The relation between the birds and bees
Note : 'The birds and the bees' একটি ইংরেজি প্রবাদ (idiom)। এটি রূপক অর্থে শিশুদের কাছে যৌনতা ও প্রজননের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়।
ক) Sit
খ) Laugh
গ) Dance
ঘ) Relax
Note : 'Panic' শব্দের অর্থ হলো 'তীব্র আতঙ্ক' বা 'ভীতি'। এর বিপরীতার্থক শব্দ (antonym) হলো 'Relax', যার অর্থ 'স্বস্তিবোধ করা' বা 'চিন্তামুক্ত হওয়া'।
জব সলুশন