For good' এর সঠিক অর্থ কোনটি

ক) ভালো হওয়া
খ) গড়িমসি
গ) ক্ষণতরে
ঘ) চিরতরে
বিস্তারিত ব্যাখ্যা:
'For good' একটি ইংরেজি phrase যার অর্থ হলো চিরকালের জন্য বা স্থায়ীভাবে (permanently)। তাই সঠিক বাংলা পরিভাষা হলো 'চিরতরে'।

Related Questions

ক) নিপাতনে সিদ্ধ
খ) স্বরসন্ধি
গ) ব্যঞ্জন সন্ধি
ঘ) জটিল সন্ধি
Note : এটি ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ। নিয়মটি হলো: ‘ৎ’ বা ‘দ্’-এর পরে ‘শ’ থাকলে ‘ৎ/দ্’ এর স্থানে ‘চ’ এবং ‘শ’ এর স্থানে ‘ছ’ হয়। তাই, উৎ + শ্বাস = উচ্ছ্বাস।
ক) অবিনশ্বর
খ) নশ্বর
গ) নষ্ট স্বভাব
ঘ) বিনষ্ট
Note : যার বিনাশ বা ক্ষয় নেই, তাকে এক কথায় ‘অবিনশ্বর’ বলা হয়। ‘নশ্বর’ হলো এর বিপরীত শব্দ।
ক) সমিচীন
খ) সমীচিন
গ) সমিচিন
ঘ) সমীচীন
Note : শুদ্ধ বানানটি হলো ‘সমীচীন’ (স-ম-দীর্ঘ ঈ-চ-দীর্ঘ ঈ-ন)। এর অর্থ হলো যথার্থ বা উপযুক্ত।
ক) অবাস্তাব বস্তু
খ) বড় ধরনের চুরি
গ) পুকুর চুরি করা
ঘ) লোপাট
Note : ‘পুকুর চুরি’ একটি বাগধারা, যার মাধ্যমে আক্ষরিক অর্থে পুকুর চুরি বোঝানো হয় না, বরং এমন বড় ধরনের চুরিকে বোঝানো হয় যা প্রায় অসম্ভব বলে মনে হয়। এর অর্থ হলো খুব বড় মাপের চুরি।
ক) বনফুল
খ) গাজীমিয়া
গ) ভ্রমর
ঘ) জরাসন্ধ
Note : মীর মশাররফ হোসেন তার 'বিষাদ-সিন্ধু' গ্রন্থের জন্য সর্বাধিক পরিচিত। তিনি 'গাজীমিয়া' ছদ্মনামে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সামাজিক নকশা রচনা করতেন।
ক) তুরঙ্গ
খ) ভূজঙ্গ
গ) কুরঙ্গ
ঘ) বিহঙ্গ
Note : ‘তুরঙ্গ’ শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব। ‘ভূজঙ্গ’ অর্থ সাপ, ‘কুরঙ্গ’ অর্থ হরিণ এবং ‘বিহঙ্গ’ অর্থ পাখি।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন