একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয় --এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?

ক) AND
খ) NOR
গ) Ex-OR
ঘ) OR
বিস্তারিত ব্যাখ্যা:
Ex-OR (Exclusive OR) গেটের বৈশিষ্ট্য হলো, এর ইনপুটগুলো ভিন্ন হলে (একটি ০, অন্যটি ১) আউটপুট ১ হয় এবং ইনপুটগুলো সমান হলে (দুটিই ০ বা দুটিই ১) আউটপুট ০ হয়। সুতরাং, উক্তিটি Ex-OR গেটের জন্য সত্য।

Related Questions

ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (control unit)
গ) রেজিস্টার সেট (Register set)
ঘ) কোনোটিই নয়
Note : সিপিইউ-এর প্রধান তিনটি অংশের মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU (এ. এল. ইউ) সকল প্রকার গাণিতিক (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং যৌক্তিক (AND, OR, NOT) কাজ সম্পাদন করে। কন্ট্রোল ইউনিট নির্দেশ নিয়ন্ত্রণ করে এবং রেজিস্টার ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে।
ক) OMR
খ) COM
গ) Plotter
ঘ) Monitor
Note : ইনপুট ডিভাইস হলো এমন যন্ত্র যা কম্পিউটারে ডেটা বা নির্দেশ প্রবেশ করাতে ব্যবহৃত হয়। OMR (Optical Mark Reader) একটি ইনপুট ডিভাইস যা পেন্সিলের দাগ বা চিহ্ন শনাক্ত করে তথ্য গ্রহণ করে (যেমন: MCQ পরীক্ষার খাতা)। মনিটর ও প্লটার আউটপুট ডিভাইস এবং COM একটি পোর্ট।
ক) রর্বাট হুক
খ) রবার্ট ব্রাউন
গ) রর্বাট চার্লস
ঘ) রর্বাট সেইডন
Note : ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক (Robert Hooke) ১৬৬৫ সালে তাঁর নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের নিচে কর্কের পাতলা অংশ পর্যবেক্ষণ করে মৌচাকের মতো ছোট ছোট কুঠুরি দেখতে পান এবং এদের নাম দেন 'সেল' (Cell) বা কোষ।
ক) প্লাসটিড
খ) মাইটোকন্ড্রিয়া
গ) নিউক্লিয়াস
ঘ) ক্রোমাটিন বস্তু
Note : ব্যাকটেরিয়া একটি প্রোক্যারিওটিক বা আদিকোষী জীব। এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড থাকে না। এদের জেনেটিক বস্তু (DNA) একটি নির্দিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে না, বরং সাইটোপ্লাজমের একটি নির্দিষ্ট অঞ্চলে (নিউক্লিওয়েড) মুক্ত অবস্থায় প্যাঁচানো থাকে। এই জেনেটিক বস্তুকে ক্রোমাটিন বস্তু বলা হয়। তাই ব্যাকটেরিয়ার কোষে ক্রোমাটিন বস্তু উপস্থিত থাকে।
ক) রিঙ্গিত
খ) দেরহাম
গ) মালয়েশিয়ান ডলার
ঘ) রুপিস
Note : মালয়েশিয়ার সরকারি মুদ্রার নাম 'মালয়েশিয়ান রিঙ্গিত' বা সংক্ষেপে 'রিঙ্গিত'। এর প্রতীক হলো RM।
ক) 1999
খ) 2000
গ) 2001
ঘ) 2002
Note : বাংলাদেশ ক্রিকেট দল ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে। এটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন