শকুনি মামা'- বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা
বিস্তারিত ব্যাখ্যা:
মহাভারতের অন্যতম প্রধান চরিত্র শকুনি তার কুটিল বুদ্ধির জন্য পরিচিত। তিনি বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। সেই প্রেক্ষাপট থেকেই 'শকুনি মামা' বাগধারাটি 'কুচক্রী লোক' বা ষড়যন্ত্রকারী অর্থে ব্যবহৃত হয়।
Related Questions
ক) ৫ জন
খ) ৭ জন
গ) ২ জন
ঘ) ৬ জন
Note : মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য মোট দু'জন নারীকে 'বীরপ্রতীক' খেতাবে ভূষিত করা হয়। তাঁরা হলেন ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি।
ক) ৫৬,৯৭৭
খ) ৬০,০০০
গ) ৪৮,০০০
ঘ) ২৫,৬০০
Note :
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) অনুযায়ী, বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার, যা বর্গমাইলে রূপান্তর করলে প্রায় ৫৬,৯৭৭ বর্গমাইল হয়।
ক) আমেরিকা
খ) জাপান
গ) ইন্দোনেশিয়া
ঘ) ইসরাইল
Note : নাইচো (Naicho) হলো জাপানের প্রধান গোয়েন্দা সংস্থা, যার পুরো নাম 'নাইকাকু জোওহোও চোওসাশিতসু' (Cabinet Intelligence and Research Office)।
ক) ১৯৬০ সালে
খ) ১৯৬৩ সালে
গ) ১৯৬৬ সালে
ঘ) ১৯৬৯ সালে
Note : এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank - ADB) একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক যা এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। এটি ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
ক) মেলবোর্ন
খ) ব্রিসবেন
গ) সিডনী
ঘ) পার্থ
Note : ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট অবসানের দাবিতে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনী শহরে 'মার্চ ফর হিউমিনিটি' নামক একটি বড় আকারের বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।
ক) ৬০০ টাকা
খ) ৭০০ টাকা
গ) ৮০০ টাকা
ঘ) ৫০০ টাকা
Note : সরল সুদের সূত্র: I = Pnr (সুদ = আসল × সময় × সুদের হার)। এখানে, P=৮০০০, n=৬ মাস = ০.৫ বছর, r=১৫% = ০.১৫। সুতরাং, সুদ (I) = ৮০০০ × ০.৫ × ০.১৫ = ৪০০০ × ০.১৫ = ৬০০ টাকা।
জব সলুশন