ASCII এর পূর্নরূপ কোনটি?

ক) American Scientific code for Information interchange
খ) American Standard code for Information interchange
গ) American Scientific code for International interchange
ঘ) American Standard code for International interchange
বিস্তারিত ব্যাখ্যা:
ASCII হলো কম্পিউটারে টেক্সট প্রদর্শনের জন্য একটি বহুল ব্যবহৃত ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। এর পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange।

Related Questions

ক) প্যাথজেনিক
খ) ইনফেকশন
গ) টক্সিন
ঘ) জীবাণু
Note : যেসব অণুজীব (যেমন: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া) মানুষ, প্রাণী বা উদ্ভিদের দেহে রোগ সৃষ্টি করতে সক্ষম, তাদের সম্মিলিতভাবে প্যাথোজেন (Pathogen) বা রোগ সৃষ্টিকারী অণুজীব বলা হয়। 'প্যাথজেনিক' হলো এর বিশেষণ রূপ।
ক) এনোফিলিস
খ) এডিস
গ) কিউলেক্স
ঘ) সিসি
Note : ম্যালেরিয়া একটি পরজীবীঘটিত রোগ, যার জীবাণুর নাম প্লাজমোডিয়াম (Plasmodium)। এই রোগের জীবাণু এক মানুষ থেকে অন্য মানুষে ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস (Anopheles) মশার মাধ্যমে। এডিস মশা ডেঙ্গু এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে।
ক) ৫২৮২ কিমি
খ) ৫১৩৮ কিমি
গ) ৫৩২০ কিমি
ঘ) ৫০৪২ কিমি
Note : বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য প্রায় ৫,১৩৮ কিলোমিটার। এর মধ্যে স্থলসীমা প্রায় ৪,৪২৭ কিলোমিটার এবং উপকূলীয় বা সমুদ্রসীমা প্রায় ৭১১ কিলোমিটার। এই তথ্যটি সরকারিভাবে স্বীকৃত।
ক) ১৮ মিটার
খ) ১৮.২৮ মিটার
গ) ১৯ মিটার
ঘ) ১৮.১০ মিটার
Note : পদ্মা বহুমুখী সেতুর নকশা অনুযায়ী, এর মূল সেতুর প্রস্থ হলো ১৮.১০ মিটার। এই প্রস্থের মধ্যে চারটি গাড়ির লেন এবং একটি বিভাজক রয়েছে।
ক) মাস র‍্যাপিড ট্রানজিট
খ) কমিউটার র‍্যাপিড ট্রানজিট
গ) প্যাসেঞ্জার র‍্যাপিড ট্রানজিট
ঘ) পাসারবাই র‍্যাপিড ট্রানজিট
Note : ঢাকার মেট্রোরেল প্রকল্পটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এই ধরনের গণপরিবহন ব্যবস্থাকে বিশ্বব্যাপী মাস র‍্যাপিড ট্রানজিট বা এমআরটি (Mass Rapid Transit - MRT) বলা হয়। তাই এর অফিসিয়াল নাম মাস র‍্যাপিড ট্রানজিট।
ক) ৩৯(২) খ অনুচ্ছেদ
খ) ৩৯(১) অনুচ্ছেদ
গ) ৩৯(২) ক অনুচ্ছেদ
ঘ) ৩৯(১) ক অনুচ্ছেদ
Note : বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদ চিন্তা, বিবেক ও বাক্-স্বাধীনতা নিয়ে আলোচনা করে। এর ৩৯(২) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে, (ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার, নিশ্চয়তা দান করা হইল।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন