বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি?
ক) বাংলাদেশ
খ) শ্রীলঙ্কা
গ) ভারত
ঘ) আরব উপদ্বীপ
বিস্তারিত ব্যাখ্যা:
আরব উপদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম উপদ্বীপ। এর আয়তন প্রায় ৩২ লক্ষ বর্গ কিলোমিটার এবং এটি এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত।
Related Questions
ক) জাপান
খ) কোরিয়া
গ) সৌদি আরব
ঘ) কিউবা
Note : উপদ্বীপ হলো তিন দিকে জল দ্বারা বেষ্টিত এবং এক দিকে স্থলভাগের সাথে যুক্ত ভূখণ্ড। কোরিয়া একটি উপদ্বীপ। জাপান ও কিউবা দ্বীপ রাষ্ট্র এবং সৌদি আরব আরব উপদ্বীপের অংশ হলেও নিজে একটি দেশ।
ক) কিউবা
খ) মালয়েশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য
Note : গুয়ানতানামো বে ডিটেনশন ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক কারাগার, যা ভৌগোলিকভাবে কিউবার দক্ষিণ-পূর্বে অবস্থিত গুয়ানতানামো বে নৌ-ঘাঁটিতে অবস্থিত।
ক) ১২ টি
খ) ১৩ টি
গ) ১৪ টি
ঘ) ১৫ টি
Note : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র) এবং ১০টি অস্থায়ী সদস্য, যারা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ) ফরাসিরা
ঘ) পর্তুগিজরা
Note :
- পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আফ্রিকার পশ্চিম-পূর্ব উপকূলে ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন।
- ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আাশায় চট্টগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের প্রতিষ্ঠা হয়।
- উল্লেখ্য, ১৬০২ সানে ওলন্দাজরা, ১৬০০ সালে ইংরেজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।
ক) ১৯১৭ সালে
খ) ১৯১৮ সালে
গ) ১৮১৭ সালে
ঘ) ১৯২০ সালে
Note : রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব, যা বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামেও পরিচিত, ১৯১৭ সালে সংঘটিত হয়। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জার শাসনের অবসান ঘটে এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
ক) ১৯৬৬ সাল থেকে
খ) ১৯৬৭ সাল থেকে
গ) ১৯৬৮ সাল থেকে
ঘ) ১৯৮৯ সাল থেকে
Note : এশীয় উন্নয়ন ব্যাংক (ADB - Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। প্রতিষ্ঠার পর ওই বছর থেকেই এর আনুষ্ঠানিক কার্যক্রম ও লেনদেন শুরু হয়।
জব সলুশন