IP - V6 এড্রেস কত বিটের?

ক) 128
খ) 32
গ) 12
ঘ) 6
বিস্তারিত ব্যাখ্যা:
IPv6 (Internet Protocol version 6) অ্যাড্রেস ১২৮-বিট দীর্ঘ হয়। এটি পুরনো IPv4 (যা ৩২-বিট) অ্যাড্রেসের স্বল্পতা দূর করার জন্য তৈরি করা হয়েছে এবং অনেক বেশি সংখ্যক ইউনিক অ্যাড্রেস প্রদান করতে সক্ষম।

Related Questions

ক) C
খ) DOS
গ) CP/M
ঘ) XENIX
Note : 'C' একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম তৈরি করা হয়। অন্যদিকে, DOS (Disk Operating System), CP/M (Control Program/for Microcomputers) এবং XENIX হলো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম।
ক) AND
খ) NOR
গ) Ex-OR
ঘ) OR
Note : Ex-OR (Exclusive OR) গেটের বৈশিষ্ট্য হলো, এর দুটি ইনপুট অসমান (একটি ০, অন্যটি ১) হলে আউটপুট ১ হয়, এবং দুটি ইনপুট সমান (দুটিই ০ বা দুটিই ১) হলে আউটপুট ০ হয়। তাই উক্তিটি Ex-OR গেটের জন্য সত্য।
ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (control unit)
গ) রেজিস্টার সেট (Register set)
ঘ) কোনোটিই নয়
Note : ALU-এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit। এটি CPU-এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা সকল প্রকার গাণিতিক (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং যৌক্তিক (এবং, বা, না) কাজ সম্পন্ন করে।
ক) শ্বসনতন্ত্রের সাহায্যে
খ) ত্বকের সাহায্যে
গ) ফুসফুসের সাহায্যে
ঘ) ফুলকার সাহয্যে
Note : কেঁচোর কোনো ফুসফুস বা ফুলকা নেই। এটি তার পাতলা ও সিক্ত ত্বকের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, অর্থাৎ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।
ক) মেজর রোনান্ড রস
খ) টটি
গ) ল্যাবেরন
ঘ) স্যার প্যাট্রিক ম্যানসন
Note : ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস (Ronald Ross) ভারতে গবেষণা করে আবিষ্কার করেন যে, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু (Plasmodium) বহন করে এবং মানুষের মধ্যে রোগ ছড়ায়। এই আবিষ্কারের জন্য তিনি ১৯০২ সালে নোবেল পুরস্কার পান।
ক) RNA
খ) DNA
গ) NDA
ঘ) AND
Note : DNA (Deoxyribonucleic acid) হলো জীবের বংশগতির রাসায়নিক ভিত্তি। এটি জীবের বৃদ্ধি, বিকাশ, কার্যক্রম এবং প্রজননের জন্য প্রয়োজনীয় সমস্ত জেনেটিক নির্দেশাবলী বহন করে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন