১১, ১৩, ৬, ১৩, ও ১১ এর প্রচুরক কোনটি ?

ক) ১৩ ও ৫
খ) ১১ ও ৬
গ) ৫ ও ৬
ঘ) ১১ ও ১৩
বিস্তারিত ব্যাখ্যা:
প্রচুরক হলো সেই সংখ্যা যা ডেটা সেটে সর্বাধিকবার আসে। এখানে, ১১ সংখ্যাটি ২ বার এবং ১৩ সংখ্যাটি ২ বার এসেছে। ৬ এসেছে ১ বার। যেহেতু ১১ এবং ১৩ উভয়ই সর্বাধিক ২ বার করে এসেছে, তাই এই ডেটা সেটের প্রচুরক হলো ১১ ও ১৩।

Related Questions

ক) ১\৩
খ) ২/৩
গ) ১/১৬
ঘ) ১/৪৮
Note :

থলিতে মোট বলের সংখ্যা = ১২ + ১৬ + ২০ = ৪৮টি। বলটি 'সাদা না হওয়া' মানে বলটি নীল অথবা কালো হবে। নীল ও কালো বলের মোট সংখ্যা = ১২ + ২০ = ৩২টি। সুতরাং, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = ৩২/৪৮। লব ও হরকে ১৬ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ২/৩।

ক) ১/৩৬
খ) ১/১৮
গ) ১/১২
ঘ) ১/৬
Note :

দুটি ছক্কা নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল ৬ × ৬ = ৩৬টি। যোগফল ১০ হতে পারে এমন ফলাফলগুলো হলো: (৪,৬), (৫,৫), (৬,৪) - মোট ৩টি অনুকূল ফলাফল। সুতরাং, নির্ণেয় সম্ভাবনা = অনুকূল ফলাফল / মোট ফলাফল = ৩/৩৬ = ১/১২।

ক) ১/৩
খ) ১/৪
গ) ৩/৪
ঘ) ১/২
Note :

একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হলো: (HH, HT, TH, TT), মোট ৪টি। 'অন্তত ১ বার Head' পড়ার অর্থ হলো ১ বার অথবা ২ বার Head পড়া। এর অনুকূল ফলাফলগুলো হলো (HH, HT, TH), মোট ৩টি। সুতরাং, নির্ণেয় সম্ভাবনা = অনুকূল ফলাফল / মোট ফলাফল = ৩/৪।

ক) 4
খ) 6
গ) 8
ঘ) 10
Note : একটি কেন্দ্রীয় বৃত্তকে স্পর্শ করে তার চারপাশে সম-ব্যাসার্ধের সর্বাধিক ৬টি বৃত্ত রাখা যায়, যারা প্রত্যেকে কেন্দ্রীয় বৃত্তটিকে এবং নিজ নিজ পাশের দুটি বৃত্তকে স্পর্শ করবে। এটি একটি সুপরিচিত জ্যামিতিক ফলাফল।
ক) 20
খ) 190
গ) 380
ঘ) 760
Note : ২০ জন থেকে ২টি পদ পূরণ করতে হবে। এটি ²⁰P₂ দ্বারা গণনা করা হয়। ²⁰P₂ = ২০! / (২০-২)! = ২০! / ১৮! = ২০ * ১৯ = ৩৮০। সুতরাং ৩৮০ উপায়ে নির্বাচন করা যাবে।
ক) xyz>0
খ) xy - z > 0
গ) y - xz>0
ঘ) কোনোটিই নয়
Note :

ধরি,

y = 3, x = 2 এবং z = 4

ক. 2.3.4 = 24> 0 ∴xyz> 0

খ. 2.3 – 4 = 2>0 ∴xyz> 0

গ. 3 - - 2.4 = - 5<0

∴y - xz>0 অবশ্যই মিথ্যা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন