বিদেশে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন আছে?

ক) ৪১ টি
খ) ৮২ টি
গ) ৫০ টি
ঘ) ৫১ টি
বিস্তারিত ব্যাখ্যা:
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা পরিবর্তনশীল। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বিদেশে বাংলাদেশের মোট ৮০টিরও বেশি (প্রায় ৮২টি) কূটনৈতিক মিশন (দূতাবাস/হাইকমিশন/কনস্যুলেট) রয়েছে।

Related Questions

ক) লাওস
খ) সোমালিয়া
গ) কিউবা
ঘ) তাইওয়ান
Note : গণচীনের 'এক চীন নীতি'-কে সম্মান জানিয়ে বাংলাদেশ তাইওয়ানের সাথে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয় না।
ক) UNDP
খ) UNHCR
গ) UNCTAD
ঘ) UNFPA
Note : UNHCR-এর পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees (জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার)। এই সংস্থাটি বিশ্বজুড়ে শরণার্থী, বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা এবং সহায়তার জন্য কাজ করে, যার মধ্যে Rohingya শরণার্থীরাও অন্তর্ভুক্ত।
ক) ১৯৪০ সাল থেকে
খ) ১৯৪১ সাল থেকে
গ) ১৯৪২ সাল থেকে
ঘ) ১৯৪৩ সাল থেকে
Note : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব শান্তির জন্য একটি নতুন আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়। ১৯৪১ সালের আটলান্টিক চার্টার এবং পরবর্তীতে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেন।
ক) ঢাকায়
খ) কলম্বোয়
গ) কাঠমান্ডুতে
ঘ) ইসলামাবাদে
Note : সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এটি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি উদ্বোধন করা হয়।
ক) South Asian Association for Regional Co-operation
খ) South Asian Alternative for Regional Co-operation
গ) South Asian Alternative for Regional Corporation
ঘ) South Asian Association for Regional Corporation
Note : SAARC-এর পূর্ণরূপ হলো 'South Asian Association for Regional Co-operation' (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)। এটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি আঞ্চলিক সংস্থা।
ক) Organization of Islamic Corporation
খ) Organization of Islamic Confederation
গ) Organization of Islamic Co-operation
ঘ) Organization of Islamic Community
Note : OIC-এর পূর্ণরূপ হলো 'Organization of Islamic Co-operation'। এটি বিশ্বের মুসলিম দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন