আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -
ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে
বিস্তারিত ব্যাখ্যা:
প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এই দিনটি গৃহীত হয়।
Related Questions
ক) ৯০° অপেক্ষা বৃহত্তর
খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর
গ) ৯০° অপেক্ষা ক্ষুদ্রতর
ঘ) ১৮০° অপেক্ষা ক্ষুদ্রতর
Note : ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° অপেক্ষা বৃহত্তর হয়। কারণ, প্রতিটি বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
ক) ৩৩
খ) ৩০
গ) ৩২
ঘ) ৪৮
Note :
৩ - ২ = ১
৫ - ৩ = ২ = ১ ×২
৯ - ৫ = ৪ = ২×২
১৭ - ৯ = ৮ = ৪×২
পরবর্তী সংখ্যা = ১৭ + ৮ ×২ = ৩৩
ক) 2
খ) 4
গ) 15
ঘ) 12
Note : প্রথম ধারা: ৩, ৯, ২৭, ৮১, ২৪৩ (প্রতিটি পদকে ৩ দিয়ে গুণ করা হয়েছে)। দ্বিতীয় ধারা: ১০, ৮, ৬, ৪, ? (প্রতিটি পদ থেকে ২ বিয়োগ করা হয়েছে)। সুতরাং, প্রশ্নবোধক স্থানে বসবে ৪ - ২ = ২।
ক) 7.0891
খ) 7.8901
গ) 7.0089
ঘ) 7.7009
Note : প্রথমে বিয়োগগুলো যোগ করি: ০.১ + ০.০১ = ০.১১। এবার মূল সংখ্যা থেকে বিয়োগ করি: ৮.০০০১ - ০.১১০0 = ৭.৮৯০১।
ক) 7
খ) 15
গ) 10
ঘ) 12
Note : ৬টি সংখ্যার গড় ৮.৫ হলে, মোট সমষ্টি = ৬ × ৮.৫ = ৫১। একটি সংখ্যা বাদ দিলে সংখ্যা হয় ৫টি এবং গড় হয় ৭.২। তখন মোট সমষ্টি = ৫ × ৭.২ = ৩৬। সুতরাং, বাদ দেওয়া সংখ্যাটি হলো = ৫১ - ৩৬ = ১৫।
ক) ২৭০°
খ) ৩৬০°
গ) ৫৪০°
ঘ) ৪৫০°
Note : গাড়ির চাকা ১ মিনিটে (৬০ সেকেন্ডে) ঘুরে ৯০ বার। সুতরাং, ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ = ১.৫ বার। চাকা একবার ঘুরলে ৩৬০° কোণ উৎপন্ন করে। অতএব, ১.৫ বার ঘুরলে কোণ উৎপন্ন করবে ১.৫ × ৩৬০° = ৫৪০°।
জব সলুশন