কোনো দেশ উন্নত বা অনুন্নত তা কীভাবে বিচার করা হয়?

ক) সামাজিক অবস্থার মাধ্যমে
খ) জনগণের মাধ্যমে
গ) অর্থনৈতিক অবস্থার মাধ্যমে
ঘ) সূচক বা মানদণ্ডের সাহায্যে
বিস্তারিত ব্যাখ্যা:
একটি দেশ উন্নত নাকি অনুন্নত, তা বিচার করার জন্য একাধিক সূচক বা মানদণ্ড (যেমন: মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক, সাক্ষরতার হার, গড় আয়ু ইত্যাদি) ব্যবহার করা হয়। শুধু অর্থনৈতিক বা সামাজিক অবস্থা দিয়ে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না।

Related Questions

ক) মাথাপিছু আয়
খ) মোট জাতীয় উৎপাদান
গ) মাথাপিছু ব্যয়
ঘ) মোট দেশজ উৎপাদন
Note : মাথাপিছু আয়' (Per Capita Income) একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়। এটি একটি দেশের জনগণের গড় আর্থিক অবস্থা ও জীবনযাত্রার মান নির্ধারণের জন্য বহুল ব্যবহৃত একটি সূচক।
ক) পরিবহন খাত
খ) শিল্প খাত
গ) রেমিটেন্স খাত
ঘ) সেবা খাত
Note : GDP একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাপ। 'রেমিটেন্স' বা প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বাইরে অর্জিত হয় এবং এটি জাতীয় আয়ের (GNI) অন্তর্ভুক্ত, কিন্তু দেশের অভ্যন্তরীণ উৎপাদন (GDP)-এর অংশ নয়।
ক) Gross Domestic Product
খ) Gross Domestic Production
গ) Gross Domestic Project
ঘ) Great Domestic Product
Note : GDP এর পূর্ণরূপ হলো 'Gross Domestic Product' (মোট দেশজ উৎপাদন), যা একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত মোট পণ্য ও সেবার আর্থিক মূল্যকে বোঝায়।
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
Note : বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত দুটি খাতে ভাগ করা হয়: ১) আনুষ্ঠানিক খাত (Formal Sector) এবং ২) অনানুষ্ঠানিক খাত (Informal Sector)। জিডিপি গণনার ক্ষেত্রে তিনটি বৃহৎ খাত (কৃষি, শিল্প, সেবা) বিবেচনা করা হয়, কিন্তু অর্থনৈতিক খাত মূলত দুটি।
ক) আইন প্রণয়ন
খ) ন্যায়বিচার প্রতিষ্ঠা
গ) সংবিধানের ব্যাখ্যা দেয়া
ঘ) সরকারকে পরামর্শ
Note : যদিও ন্যায়বিচার প্রতিষ্ঠা বিচার বিভাগের মূল লক্ষ্য, কিন্তু সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 'সংবিধানের ব্যাখ্যা দেওয়া' এবং সংবিধানের প্রাধান্য রক্ষা করা। এর মাধ্যমে বিচার বিভাগ অন্য সকল আইনের বৈধতা যাচাই করে এবং শাসনতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে।
ক) 1870
খ) 1860
গ) 1880
ঘ) 1890
Note : দণ্ডবিধি, ১৮৬০' (Penal Code, 1860) ব্রিটিশ ভারতে প্রণীত হয় এবং এটিই বর্তমানে বাংলাদেশে ফৌজদারি অপরাধের জন্য প্রধান আইন হিসেবে কার্যকর আছে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন