রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক) মৃদুরঞ্জন রশ্মি
খ) গামা রশ্মি
গ) বিটা রশ্মি
ঘ) কসমিক রশ্মি
বিস্তারিত ব্যাখ্যা:
রঙিন টেলিভিশন (বিশেষ করে পুরনো CRT মডেল) থেকে মৃদু রঞ্জনরশ্মি বা সফট এক্স-রে নির্গত হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গামা বিটা বা কসমিক রশ্মি টেলিভিশন থেকে নির্গত হয় না।
Related Questions
ক) 506
খ) 406
গ) 306
ঘ) 206
Note : একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালতন্ত্রে মোট ২০৬টি হাড় থাকে। নবজাতকের দেহে হাড়ের সংখ্যা বেশি থাকলেও বয়স বাড়ার সাথে সাথে কিছু হাড় একত্রিত হয়ে এই সংখ্যায় পরিণত হয়।
ক) লিউকোময়িা
খ) অ্যানিমিয়া
গ) সিরোসিস
ঘ) জন্ডিস
Note : রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া (Anemia) বলে। লিউকেমিয়া হলো রক্তের ক্যান্সার সিরোসিস যকৃতের রোগ এবং জন্ডিস একটি রোগের লক্ষণ।
ক) পরিমিত ঘুম
খ) ধূমাপান
গ) সুষম খাদ্য গ্রহণ
ঘ) রক্তপাত
Note : হৃদরোগের অনেকগুলো কারণের মধ্যে ধূমপান অন্যতম প্রধান কারণ। ধূমপান রক্তনালীকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করে। পরিমিত ঘুম ও সুষম খাদ্য হৃদরোগ প্রতিরোধ করে।
ক) এইডস্
খ) কলেরা
গ) কুষ্ঠ
ঘ) নিউমোনিয়া
Note : সংক্রামক রোগ হলো যা একজন থেকে অন্যজনে ছড়াতে পারে। কলেরা 'ভিব্রিও কলেরি' নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি মারাত্মক সংক্রামক রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এইডস কুষ্ঠ নিউমোনিয়াও সংক্রামক তবে কলেরা দ্রুত মহামারী আকারে ছড়াতে পারে।
ক) ট্রাপিজিয়াম
খ) রম্বস
গ) আয়তক্ষেত্র
ঘ) সামন্তরিক
Note : যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অন্য জোড়া অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। রম্বস আয়তক্ষেত্র ও সামন্তরিকের দুই জোড়া বিপরীত বাহুই সমান্তরাল থাকে।
ক) (2a-3)
খ) (2a+3)
গ) (a-3)
ঘ) (3a+2)
Note : রাশিটি হলো 6a²+a-15। এটিকে মিডল-টার্ম পদ্ধতিতে ভাঙলে হয় 6a²+10a-9a-15। এখান থেকে কমন নিলে হয় 2a(3a+5) - 3(3a+5) যা থেকে উৎপাদক দুটি (2a-3) এবং (3a+5) পাওয়া যায়। অপশনগুলোর মধ্যে (2a-3) সঠিক উত্তর।
জব সলুশন