প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো?
ক) হিরোগ্লিফিক
খ) রপ্রোগ্রিফিক
গ) নাম্রোগ্রিফিক
ঘ) ক্যারোগ্রিফিক
বিস্তারিত ব্যাখ্যা:
প্রাচীন মিশরীয়রা চিত্রলিপি ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করত। এই চিত্রভিত্তিক লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক বা হিরোগ্লিফিক। অন্য অপশনগুলো অপ্রাসঙ্গিক বা ভুল।
Related Questions
ক) ভিটামনি বি-১
খ) ভিটামিন বি-২
গ) ভিটামিন বি-৬
ঘ) ভিটামিন বি-১২
Note : ভিটামিন বি-১২ এবং ফলিক অ্যাসিড (ভিটামিন বি-৯) লোহিত রক্তকণিকা (RBC) তৈরির জন্য অপরিহার্য। ভিটামিন বি-১২ এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়।
ক) ব্যাকটেরিয়াঘটিত রোগ
খ) ভিটামিনের অভাবজনিত রোগ
গ) ভাইরাস জাতীয় রোগ
ঘ) হরমোনের অভাবজনিত রোগ
Note : কুষ্ঠ বা লেপ্রোসি একটি সংক্রামক রোগ যা 'মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি' (Mycobacterium leprae) নামক এক প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। এটি ভাইরাস বা হরমোনের অভাবে হয় না।
ক) কার্বন
খ) কাঠ কয়লা
গ) ফসফরাস পেন্টক্সাইড
ঘ) পিট কয়লা
Note : গ্যাস মাস্কের ফিল্টারে প্রধানত অ্যাকটিভেটেড কার্বন বা চারকোল ব্যবহৃত হয় যা বিষাক্ত গ্যাস শোষণ করে। তবে কিছু ক্ষেত্রে ফসফরাস পেন্টক্সাইড (P4O10) একটি শক্তিশালী ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে যা আর্দ্রতা শোষণ করে। প্রশ্নের অপশন অনুযায়ী এটি সবচেয়ে গ্রহণযোগ্য।
ক) লোহার উপর লেডের প্রলেপ দেয়
খ) লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রঙের প্রলেপ দেয়া
গ) লোহার উপর কপারের প্রলেপ দেয়া
ঘ) লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
Note : গ্যালভানাইজিং হলো লোহার উপর মরিচা পড়া রোধ করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় লোহা বা ইস্পাতের বস্তুকে গলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের একটি পাতলা আস্তরণ সৃষ্টি করা হয়।
ক) খনির ভেতর
খ) পাহাড়ের উপর
গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
Note : পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর বস্তুর ওজন নির্ভর করে। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোল নয় এবং মেরু অঞ্চলে কিছুটা চাপা তাই মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব সবচেয়ে কম। ফলে সেখানে মহাকর্ষীয় ত্বরণ (g) এর মান বেশি এবং বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়।
ক) ময়াল সাপ
খ) ক্যাঙ্গারু র্যাট
গ) বাদুড়
ঘ) কাঠবিড়ালী
Note : ক্যাঙ্গারু র্যাট মরুভূমির প্রাণী এবং এটি তার খাদ্য (শস্য) থেকে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পানি তৈরি করে নেয়। তাই এদের সরাসরি পানি পান করার প্রয়োজন হয় না।
জব সলুশন