সূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি?
ক) গাছের পাতা
খ) বায়ুমণ্ডল
গ) ফল
ঘ) মাটি
বিস্তারিত ব্যাখ্যা:
গাছের পাতা প্রস্বেদন (Transpiration) প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত জলীয় বাষ্প ত্যাগ করে। এই প্রক্রিয়াটি অনেকটা মানুষের ঘামের মতো কাজ করে যা পাতাকে ঠান্ডা রাখে। তাই সূর্যের প্রখর তাপেও পাতা খুব বেশি গরম হয় না।
Related Questions
ক) গ্রিসে
খ) এশিয়ামাইনরে
গ) ইতালিতে
ঘ) মিসরে
Note : ঐতিহাসিকদের মতে লোহার ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছিল আনাতোলিয়া বা এশিয়া মাইনর (বর্তমান তুরস্ক) অঞ্চলে হিট্টাইট জাতির মাধ্যমে খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দের দিকে।
ক) নিকোলাই সারকোজি
খ) ফ্রঁসোয়া ওলাদ
গ) ফ্রাঁসোয়া মিতেরা
ঘ) জ্যাক সিরাক
Note : ২০১২ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রঁসোয়া ওলাদ নিকোলাই সারকোজিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ক) ধান
খ) গম
গ) পাট
ঘ) তুলা
Note : ২০১০ সালে বাংলাদেশের একদল বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে তোষা পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন যা বাংলাদেশের জন্য একটি বড় বৈজ্ঞানিক সাফল্য।
ক) কুমিল্লা
খ) যশোর
গ) সিলেট
ঘ) ময়মনসিংহ
Note : বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যশোরকে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জেলার বিভিন্ন তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার উদ্বোধন করেন।
ক) নিউমার্কেট
খ) কাওরান বাজার
গ) মালিবাগ বাজার
ঘ) শান্তিনগর বাজার
Note : ২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মালিবাগ বাজারকে ঢাকার প্রথম ফরমালিনমুক্ত বাজার হিসেবে ঘোষণা করার কার্যক্রম শুরু হয়।
ক) ২০১০ সাল
খ) ২০১৫ সাল
গ) ২০২০ সাল
ঘ) ২০২২ সাল
Note : ২০০০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা Millennium Development Goals (MDGs) অর্জনের জন্য ২০১৫ সালকে সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
জব সলুশন