সনেটের শেষ অংশকে কি বলে?

ক) ষষ্টক
খ) অষ্টক
গ) শেষ সপ্তম
ঘ) ষষ্ঠী
বিস্তারিত ব্যাখ্যা:
সনেটের দুটি প্রধান অংশ থাকে। প্রথম আটটি চরণের অংশকে 'অষ্টক' (Octave) এবং শেষের ছয়টি চরণের অংশকে 'ষষ্টক' (Sestet) বলা হয়।

Related Questions

ক) সব্যসাচী
খ) ভুজঙ্গ
গ) বুভুক্ষা
ঘ) বাহুঙ্গ
Note : বাহুতে ভর করে চলে যে' তাকে এক কথায় 'ভুজঙ্গ' বলা হয়, যা সাপের একটি প্রতিশব্দ। 'সব্যসাচী' অর্থ যিনি দুই হাতেই সমান দক্ষ, আর 'বুভুক্ষা' অর্থ খাওয়ার ইচ্ছা।
ক) ক বর্গীয়
খ) ট বর্গীয়
গ) চ বর্গীয়
ঘ) ত বর্গীয়
Note : নিয়ম অনুযায়ী, ঋ, র, ষ-এর পরে ট-বর্গীয় ধ্বনি (ট, ঠ, ড, ঢ) থাকলে তার পরবর্তী 'ন' ধ্বনিটি 'ণ' হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন।
ক) কবি
খ) নাট্যকার
গ) ঔপন্যাসিক
ঘ) কথাসাহিত্যিক
Note : হুমায়ূন আহমেদ যদিও একাধারে নাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং গীতিকার ছিলেন, তবে বাংলা সাহিত্যে তাঁর মূল এবং সর্বাধিক পরিচিতি ঔপন্যাসিক হিসেবে। তাঁর সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলি, শুভ্র পাঠকমহলে আজও জনপ্রিয়।
ক) লর্ড কার্জন
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ক্লাইভ
ঘ) বড় লাট
Note : বঙ্গভঙ্গ ১৯০৫ সালে সংঘটিত হয়। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে এই বিভাজন কার্যকর করা হয়েছিল।
ক) তারেক মাসুদ
খ) আমজাদ হোসেন
গ) সৈয়দ শামসুল হক
ঘ) জহির রায়হান
Note : জীবন থেকে নেওয়া' (১৯৭০) চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। এটি একটি রূপকধর্মী চলচ্চিত্র যা তৎকালীন পাকিস্তান সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের চিত্র তুলে ধরে।
ক) ধানমন্ডি
খ) মিরপুর
গ) সেগুনবাগিচা
ঘ) বেলী রোড
Note : বাংলাদেশের জাতীয় নাট্যশালা ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত, যা বাংলাদেশ শিল্পকলা একাডেমী কমপ্লেক্সের একটি অংশ।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন