মহারানি ভিক্টোরিয়াকে 'ভারত সম্রাজ্ঞী' হিসেবে ঘোষণা করেন কে?
ক) লর্ড ক্যানিং
খ) লর্ড নর্থব্রুক
গ) লর্ড মেয়ো
ঘ) লর্ড লিটন
বিস্তারিত ব্যাখ্যা:
১৮৭৭ সালের ১ জানুয়ারি দিল্লী দরবারে ভাইসরয় লর্ড লিটন মহারানি ভিক্টোরিয়াকে আনুষ্ঠানিকভাবে 'ভারত সম্রাজ্ঞী' (Empress of India) বা 'কাইজার-ই-হিন্দ' হিসেবে ঘোষণা করেন।
Related Questions
ক) ওয়ারেন হেস্টিংস
খ) লর্ড ক্লাইভ
গ) শেরশাহ
ঘ) লর্ড কর্নওয়ালিশ
Note : ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৮৫) ভারতে ব্রিটিশ প্রশাসনের সংস্কারের অংশ হিসেবে রাজস্ব আদায়ের জন্য সর্বপ্রথম 'রাজস্ব বোর্ড' (Board of Revenue) স্থাপন করেন।
ক) ওয়ারেন হেস্টিংস
খ) লর্ড রিপন
গ) লর্ড কার্টিয়ার
ঘ) লর্ড কর্নওয়ালিশ
Note : বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০ সাল) যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত, সেই সময়ে বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার (John Cartier)।
ক) শের শাহ
খ) আকবর
গ) জাহাঙ্গীর
ঘ) আওরঙ্গজেব
Note : সম্রাট শের শাহ সুরি (১৫৪০-১৫৪৫) তাঁর শাসনামলে চট্টগ্রাম থেকে পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করে বাংলায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তিনি বাংলার যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন করেন।
ক) প্রশাসনিক সংস্কার
খ) সামাজিক সংস্কার
গ) অর্থনৈতিক সংস্কার
ঘ) কাঠামোগত সংস্কার
Note : লর্ড কার্জন ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ কার্যকর করেন, তখন এর প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছিল যে, বাংলা প্রেসিডেন্সি আয়তনে অনেক বড় হওয়ায় প্রশাসনিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই এটি ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার।
ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস
Note : গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' (Permanent Settlement) নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এর মাধ্যমে জমিদারদেরকে জমির স্থায়ী মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ক) কর্ণওয়ালিশ
খ) ওয়েলেসলি
গ) ডালহৌসি
ঘ) ক্লাইভ
Note : গভর্নর-জেনারেল লর্ড ডালহৌসি (১৮৪৮-১৮৫৬) 'স্বত্ববিলোপ নীতি' (Doctrine of Lapse) প্রবর্তন করেন। এই নীতি অনুসারে, কোনো ব্রিটিশ আশ্রিত রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যেত।
জব সলুশন