বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?

ক) প্লাইস্তসিন যুগের
খ) টারশিয়ারি যুগের
গ) মায়াসিন যুগের
ঘ) ডেবনিয়াস যুগের
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ 'টারশিয়ারি' যুগে গঠিত হয়েছিল। হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো সৃষ্টি হয়। প্লাইস্টোসিন যুগে সোপান অঞ্চল বা বরেন্দ্রভূমি ও মধুপুর গড় গঠিত হয়েছিল।

Related Questions

ক) যশোর
খ) ফরিদপুর
গ) ময়মনসিংহ
ঘ) বান্দরবান
Note : যে সকল জেলার সাথে ভারত বা মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই, সেগুলোকে অভ্যন্তরীণ বা সীমান্তবর্তী নয় এমন জেলা বলা হয়। যশোর ও বান্দরবানের সাথে ভারতের সীমান্ত আছে, ময়মনসিংহের সাথেও ভারতের সীমান্ত আছে। 'ফরিদপুর' একটি অভ্যন্তরীণ জেলা, এর কোনো আন্তর্জাতিক সীমানা নেই।
ক) বরিশাল
খ) নেত্রকোণা
গ) ফরিদপুর
ঘ) কোনটিই নয়
Note : কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করেছে। এই রেখাটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা (মানিকগঞ্জ), মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং খাগড়াছড়ি জেলার উপর দিয়ে গিয়েছে। সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'ফরিদপুর' সঠিক উত্তর।
ক) দেশ থেকে পোলিও নির্মূল
খ) HIV / AIDS নির্মূল করা
গ) যক্ষ্মা নির্মূল করা
ঘ) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
Note : MDG (Millennium Development Goals) এর ৮টি লক্ষ্যের মধ্যে প্রথম এবং প্রধান লক্ষ্যটিই ছিল 'চরম ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ' (Eradicate extreme poverty and hunger)। অন্যগুলোও গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, কিন্তু এটিই ছিল এক নম্বর লক্ষ্য।
ক) ১৯ ফেব্রুয়ারী ১৯২২
খ) ১৯ জানুয়ারী ১৯২৬
গ) ১৯ মার্চ ১৯২৬
ঘ) ২৬ মার্চ ১৯২৭
Note :

মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের দল বা সংগঠন। ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান ঢাকা কলেজ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিক্ষকের দ্বারা প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ এবং আবুল হুসেন। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলো বার্ষিক প্রকাশিত শিখা পত্রিকা। ১৯৩৬ সাল পর্যন্ত মাত্র এক দশক চলেছিল এই ঢাকা কেন্দ্রিক গোষ্ঠীটির কার্যক্রম।

মুসলিম সাহিত্য সমাজ
গঠিত -- ১৯ জানুয়ারি ১৯২৬
প্রতিষ্ঠাস্থান -- ঢাকা, বাংলাদেশ
বিলুপ্ত-- ১৯৩৬
দাপ্তরিক ভাষা -- বাংলা

ক) 1376
খ) 1377
গ) 1378
ঘ) 1379
Note : ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ছিল ১৩৭৮ বঙ্গাব্দের ১লা পৌষ। সুতরাং, বাংলা সনটি ছিল ১৩৭৮।
ক) জন ক্লার্ক মার্শাল
খ) জন ক্লার্ক মার্শম্যান
গ) উইলিয়াম কেরী
ঘ) জন আব্রাহাম গ্রিয়ারসহ
Note : 'সমাচার দর্পণ' ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এটি ১৮১৮ সালে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন থেকে প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। উইলিয়াম কেরি ছিলেন মিশনের পরিচালক এবং এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন