কপট বা ভণ্ড অর্থে কোন বাগধারাটি সঠিক?

ক) বর্ণচোরা
খ) লেফাফা দুরস্ত
গ) চশমখোর
ঘ) তীর্থের কাক
বিস্তারিত ব্যাখ্যা:
বর্ণচোরা' বাগধারাটি দিয়ে এমন ব্যক্তিকে বোঝানো হয় যে তার আসল রূপ বা চরিত্র লুকিয়ে রাখে, অর্থাৎ কপট বা ভণ্ড। 'লেফাফা দুরস্ত' মানে বাইরের দিক থেকে ফিটফাট, 'চশমখোর' মানে নির্লজ্জ এবং 'তীর্থের কাক' মানে প্রতীক্ষারত ব্যক্তি।

Related Questions

ক) নির্বেদ
খ) নির্মোক
গ) সংস্কৃতি
ঘ) নভশ্চর
Note : জাগতিক বা সংসারের প্রতি অনাসক্তি, উদাসীনতা বা বিরাগভাবকে এককথায় 'নির্বেদ' বলা হয়। এটি দর্শন ও সাহিত্যে বহুল ব্যবহৃত একটি শব্দ।
ক) সংবাদপত্র
খ) পলান্ন
গ) শশব্যস্ত
ঘ) দেহলতা
Note : উপমান কর্মধারয় সমাসে উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। 'শশব্যস্ত' এর ব্যাসবাক্য হলো 'শশকের ন্যায় ব্যস্ত'। এখানে উপমান 'শশক' (খরগোশ) এবং সাধারণ ধর্ম 'ব্যস্ত'। তাই এটি উপমান কর্মধারয় সমাস। 'দেহলতা' (দেহ লতার ন্যায়) উপমিত কর্মধারয়।
ক) খোঁয়ারি
খ) দুধভাতে উৎপাত
গ) খোয়াবনামা
ঘ) দোজখের ওম
Note : খোয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি বিখ্যাত উপন্যাস। 'খোঁয়ারি' ও 'দুধভাতে উৎপাত' তাঁর লেখা ছোটগল্প এবং 'দোজখের ওম' একটি গল্পগ্রন্থ।
ক) লিপ্সা
খ) বাঞ্ছা
গ) আকাঙ্ক্ষা
ঘ) অনিচ্ছা
Note : 'ঈপ্সা' শব্দের অর্থ হলো কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা বা অভিলাষ। এর সরাসরি বিপরীত অর্থ প্রকাশ করে 'অনিচ্ছা' শব্দটি, যার মানে কোনো কিছুর প্রতি ইচ্ছার অভাব। 'লিপ্সা', 'বাঞ্ছা', 'আকাঙ্ক্ষা'—এই তিনটি শব্দ 'ঈপ্সা'র সমার্থক।
ক) দীপ-দ্যুতি
খ) তোড়া-গুচ্ছ
গ) আবৃত-আচ্ছাদিত
ঘ) খরা-রৌদ্র
Note : খরা' অর্থ অনাবৃষ্টি বা বৃষ্টিহীন অবস্থা (drought), আর 'রৌদ্র' অর্থ সূর্যের আলো বা রোদ (sunshine)। এ দুটি সমার্থক নয়, যদিও একটির সাথে অন্যটির সম্পর্ক থাকতে পারে। অন্য অপশনগুলো সমার্থক: দীপ (প্রদীপ) ও দ্যুতি (আলো), তোড়া ও গুচ্ছ (bunch), আবৃত ও আচ্ছাদিত (covered)।
ক) সত্তা
খ) স্বত্ব
গ) স্বত্তা
ঘ) সত্য
Note : 'সত্তা' শব্দের অর্থ অস্তিত্ব, বিদ্যমানতা বা being। 'স্বত্ব' শব্দের অর্থ মালিকানা বা অধিকার (ownership)। 'স্বত্তা' কোনো প্রচলিত শব্দ নয় এবং 'সত্য' মানে যা মিথ্যা নয় (truth)। সুতরাং, অস্তিত্ব অর্থে 'সত্তা' শব্দটিই সঠিক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন