'তমদ্দুন মজলিস' কে প্রতিষ্ঠা করেন?

ক) প্রিন্সিপাল আবুল কাশেম
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) আবদুল কাদির
ঘ) আবুল মনসুর আহমদ
বিস্তারিত ব্যাখ্যা:
তমদ্দুন মজলিস' একটি সাংস্কৃতিক সংগঠন যা ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটিই সর্বপ্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে এবং ভাষা আন্দোলনের সূচনা পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Questions

ক) সরল ক্রিয়া
খ) প্রযোজক ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া
ঘ) মিশ্র ক্রিয়া
Note : বিশেষ্য (বিশ্বাস), বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর্‌, হ্‌, পা, দে ইত্যাদি ধাতুযোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে মিশ্র ক্রিয়া বলে। এখানে 'বিশ্বাস' (বিশেষ্য) এর সাথে 'অর্জন করা' (ক্রিয়াপদ) যুক্ত হয়ে 'বিশ্বাস অর্জন করা' ক্রিয়াটি গঠিত হয়েছে। তাই এটি একটি মিশ্র ক্রিয়া।
ক) নীহারিকা
খ) উচ্চ
গ) দেখে
ঘ) ধরে
Note : এখানে 'নেহারি' একটি কাব্যিক শব্দ, যার আধুনিক বাংলা রূপ হলো 'দেখি' বা 'অবলোকন করি'। বাক্যটির অর্থ: '(আমি) আমার উন্নত শির দেখি, (আর আমার শিরের কাছে) ওই হিমালয়ের চূড়া নত হয়ে আছে।' সুতরাং, সঠিক উত্তর 'দেখে'।
ক) ৫১৩৮ কিলোমিটার
খ) ৫০৯০ কিলোমিটার
গ) ৮৯৯০ কিলোমিটার
ঘ) উপরের কোনোটিই নয়
Note :

- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার।
- এই সীমান্তের মধ্যে রয়েছে স্থলসীমান্ত ৪,৪২৭ কিলোমিটার এবং সমুদ্রতট রেখার দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
- বাংলাদেশের স্থলসীমান্তের মধ্যে রয়েছে ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার।

ক) ৫.৫ কি.মি
খ) ১০.২৫ কি.মি
গ) ৫.২৩ কি.মি
ঘ) ৬.১৫ কি.মি
Note :

নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি. মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার।

এটি মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত বিস্তৃত।

ক) নিউট্রন ও প্রোটন
খ) ইলেকট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও পজিট্রন
Note : পরমাণুর কেন্দ্রে অবস্থিত ভারী অংশটিকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস দুটি মৌলিক কণা দ্বারা গঠিত: ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে।
ক) ফসফরাস
খ) নাইট্রোজেন
গ) পটাশিয়াম
ঘ) সালফার
Note : ইউরিয়া একটি বহুল ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার। এর রাসায়নিক সংকেত CO(NH₂)₂। উদ্ভিদ এই সার থেকে নাইট্রোজেন গ্রহণ করে, যা গাছের পাতা ও কাণ্ডের বৃদ্ধিতে এবং ক্লোরোফিল তৈরিতে অপরিহার্য।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন