যে উপকারীর উপকার স্বীকার করে”- এক কথায় কী হবে?

ক) অকৃতার্থ
খ) কৃতজ্ঞ
গ) কৃতঘ্ন
ঘ) অকৃতজ্ঞ
বিস্তারিত ব্যাখ্যা:
'কৃতজ্ঞ' শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি অন্যের করা উপকার বা অবদান স্বীকার করেন এবং তার জন্য সাধুবাদ জানান। এর বিপরীত শব্দ হলো 'কৃতঘ্ন'।

Related Questions

ক) পেটুক
খ) ভোজনবিলাসী
গ) বুভুক্ষা
ঘ) খাদক
Note : 'ভোজন করার ইচ্ছা' বা ক্ষুধাকে এক কথায় 'বুভুক্ষা' বলা হয়। 'ভোক্তুম্ ইচ্ছা' থেকে শব্দটি এসেছে। যে ভোজন করতে ইচ্ছুক সে 'বুভুক্ষু'।
ক) পঠিত
খ) অধিত
গ) অধীত
ঘ) অধ্যয়িত
Note : 'অধ্যয়ন' থেকে আগত সঠিক শব্দটি হলো 'অধীত'। যার অর্থ যা পাঠ করা বা অধ্যয়ন করা হয়েছে। 'পঠিত' অর্থ যা পড়া হয়েছে, তবে 'অধীত' শব্দটি গভীরতর অধ্যয়নকে নির্দেশ করে।
ক) পররাত্র
খ) মহানিশা
গ) যামিনী
ঘ) রাত্রিশেষ
Note : 'পররাত্র' বলতে রাতের শেষ অংশ বা শেষ প্রহরকে বোঝানো হয়। 'পর' অর্থ পরবর্তী বা শেষ। সুতরাং, রাত্রির শেষ ভাগ হলো পররাত্র।
ক) মৃন্ময়
খ) মেটেল
গ) চিন্ময়
ঘ) মন্ময়
Note : 'মৃৎ' অর্থ মাটি বা মৃত্তিকা। 'মৃন্ময়' শব্দটির অর্থ হলো মৃত্তিকা দ্বারা নির্মিত বা তৈরি। যেমন: মৃন্ময় পাত্র।
ক) ব্যস্ত
খ) উপ্ত
গ) গুপ্ত
ঘ) বর্ণিত
Note : 'বপন' অর্থ বীজ ছড়ানো বা রোপণ করা। যা বপন করা হয়েছে, তাকে এক কথায় 'উপ্ত' বলা হয়। এটি একটি তৎসম শব্দ।
ক) ঔষধি
খ) ওষধি
গ) ঔষধী
ঘ) একবর্ষী
Note : যেসব লতা বা উদ্ভিদ ফল পাকার পর বা একবার ফল দিয়েই মারা যায়, তাদের 'ওষধি' বলা হয়। যেমন: ধান, গম ইত্যাদি। 'ঔষধি' (ঔষধ সম্বন্ধীয়) বানানটি ভিন্ন অর্থ প্রকাশ করে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন