এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ?

ক) চীন
খ) ভারত
গ) জাপান
ঘ) সিঙ্গাপুর
বিস্তারিত ব্যাখ্যা:
প্রদত্ত দেশগুলোর মধ্যে জাপান অর্থনৈতিকভাবে একটি উন্নত দেশ (developed country) হিসেবে স্বীকৃত। জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তি ও শিল্পে অত্যন্ত অগ্রসর।

Related Questions

ক) 183
খ) 188
গ) 193
ঘ) 197
Note : বর্তমানে জাতিসংঘে মোট ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে। দক্ষিণ সুদান ২০১১ সালে সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে।
ক) সন্ধি
খ) পদ
গ) কাল
ঘ) কারক
Note : বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের (বিশেষ্য, সর্বনাম) যে সম্পর্ক, তাকে 'কারক' বলে। সুতরাং, শব্দের পারস্পরিক সম্পর্ক মূলত কারকের আলোচ্য বিষয়।
ক) মাছ চাষ
খ) বস্ত্র
গ) পাট
ঘ) সিমেন্ট
Note : বস্ত্র, পাট ও সিমেন্ট শিল্প খাতের অন্তর্গত। অন্যদিকে, 'মাছ চাষ' কৃষি খাতের একটি উপখাত (মৎস্য খাত), এটি সরাসরি শিল্প খাতের অংশ নয়।
ক) মুজিবনগর
খ) থিয়েটার রোড কলকাতা
গ) করিমগঞ্জ
ঘ) বেনাপোল
Note : মুক্তিযুদ্ধকালে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদর দপ্তর বা সচিবালয় ছিল ভারতের কলকাতার ৮ নং থিয়েটার রোডে। যদিও সরকার শপথ নিয়েছিল মুজিবনগরে, কিন্তু প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো কলকাতা থেকে।
ক) ২২ জুলাই
খ) ২৮ জুলাই
গ) ১৭ আগস্ট
ঘ) ১৬ সেপ্টেম্বর
Note : বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করার জন্য সচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর 'আন্তর্জাতিক ওজোন দিবস' পালন করা হয়। ১৯৮৭ সালের এই দিনে ওজোন স্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল।
ক) to play
খ) play
গ) playing
ঘ) to have played
Note : এখানে 'and' দ্বারা দুটি সমজাতীয় কাজকে যুক্ত করা হয়েছে। প্রথম কাজটি হলো 'reading books' (gerund phrase)। সমান্তরাল গঠন (parallel structure) বজায় রাখতে দ্বিতীয় কাজটিও gerund হবে, অর্থাৎ 'playing football'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন