ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

ক) কর্ম
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) বিভক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
ক্রিয়াপদের যে অবিভাজ্য মূল অংশ, যা দিয়ে একটি কাজের ভাব প্রকাশ পায়, তাকে 'ধাতু' বলে। যেমন - 'করছে' ক্রিয়ার মূল অংশ বা ধাতু হলো 'কর্'।

Related Questions

ক) ইউএনডিপি
খ) ইউনিসেফ
গ) ইউএনএইচসিআর
ঘ) ইউনেস্কো
Note : UNHCR (United Nations High Commissioner for Refugees) বা জাতিসংঘ শরণার্থী সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বজুড়ে শরণার্থী এবং বাস্তুচ্যুতদের সুরক্ষা ও সহায়তার জন্য কাজ করে। রোহিঙ্গা সংকট নিরসনে এই সংস্থাটিই প্রধান ভূমিকা পালন করছে।
ক) স্বাভাবিক সংখ্যা
খ) মূলদ সংখ্যা
গ) অমূলদ সংখ্যা
ঘ) জটিল সংখ্যা
Note : √(4/9) এর মান হলো 2/3। যে সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাত (p/q) আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা (Rational Number) বলে। যেহেতু 2/3 একটি মূলদ সংখ্যা, তাই উত্তর 'মূলদ সংখ্যা'।
ক) Complex
খ) Simple
গ) Compound
ঘ) Exclamatory
Note : 'Do or die' বাক্যটি 'or' (একটি coordinating conjunction) দ্বারা দুটি স্বাধীন clause ('Do' এবং 'die')-কে যুক্ত করেছে। দুটি স্বাধীন clause-কে coordinating conjunction দ্বারা যুক্ত করলে তাকে Compound Sentence বলে।
ক) ugly
খ) spacious
গ) spatial
ঘ) breathtaking
Note : 'Spectacular' শব্দের অর্থ হলো 'দর্শনীয়', 'জমকালো' বা 'মনোমুগ্ধকর'। 'Breathtaking' শব্দটির অর্থও 'বিস্ময়কর' বা 'মনোমুগ্ধকর', যা 'spectacular'-এর 가장 সঠিক প্রতিশব্দ।
ক) Adjective
খ) Adverb
গ) Verb
ঘ) Noun
Note : এখানে 'hard' শব্দটি 'works' (verb) কে modify বা বিশেষায়িত করছে, অর্থাৎ কাজটি কীভাবে করা হয় তা বোঝাচ্ছে। যে শব্দ verb-কে বিশেষায়িত করে, তাকে Adverb বলে।
ক) সেভার্স চুক্তি
খ) লুজেন (Lausanne) চুক্তি
গ) ভার্সাই চুক্তি
ঘ) প্যারিস চুক্তি
Note : ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জার্মানি এবং মিত্রশক্তির মধ্যে 'ভার্সাই চুক্তি' স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এই চুক্তি জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করেছিল।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন