Hybrid' শব্দের বাংলা পরিভাষা কি?

ক) উচ্চ ফলনশীল
খ) কৃত্রিম প্রজনন
গ) উন্নত ফসল
ঘ) সঙ্কর
বিস্তারিত ব্যাখ্যা:
'Hybrid' শব্দের সঠিক ও প্রচলিত বাংলা পরিভাষা হলো 'সঙ্কর'। জীববিজ্ঞানে দুটি ভিন্ন প্রজাতির বা জাতের মিলনের ফলে সৃষ্ট নতুন প্রজন্মকে হাইব্রিড বা সঙ্কর বলা হয়।

Related Questions

ক) কর্তৃ বাচ্য
খ) কর্ম বাচ্য
গ) ভাব বাচ্য
ঘ) কর্তৃ কর্ম বাচ্য
Note : 'সে আসুক' বাক্যটিতে কর্তার উল্লেখ থাকলেও ক্রিয়ার অর্থই প্রধানভাবে প্রকাশ পেয়েছে। এখানে কর্মপদ নেই এবং ক্রিয়াই প্রধান। তাই এটি ভাব বাচ্যের উদাহরণ। ভাব বাচ্যে ক্রিয়ার অর্থই প্রাধান্য পায়।
ক) কালো ঘোড়া
খ) যে অরন্যে আলো নেই
গ) পরিত্রাণ
ঘ) প্রথম বধ্যভূমি
Note : এখানে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে 'কালো ঘোড়া' ইমদাদুল হক মিলনের লেখা একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। অন্য বিকল্পগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক নয়।
ক) অগ্রপথিক
খ) বিদ্রোহী
গ) প্রলয়োল্লাস
ঘ) ধূমকেতু
Note : কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' (১৯২২) কাব্যগ্রন্থের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। যদিও 'বিদ্রোহী' এই কাব্যের সবচেয়ে বিখ্যাত কবিতা, কিন্তু এটি দ্বিতীয় কবিতা হিসেবে সংকলিত।
ক) ৯০১- ১২০০ খ্রি.
খ) ১২০১-১৩৫০ খ্রি.
গ) ১২০১-১৮০০ খ্রি.
ঘ) ১৫০১-১৯০০ খ্রি
Note : বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়। এর মধ্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে 'মধ্যযুগ' হিসেবে বিবেচনা করা হয়। এই যুগের প্রধান সাহিত্যিক নিদর্শন হলো মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলি, অনুবাদ সাহিত্য ইত্যাদি।
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Note : বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তাঁর অনবদ্য সাহিত্যকর্মের জন্য 'সাহিত্য সম্রাট' উপাধিতে ভূষিত করা হয়।
ক) মেজাজ
খ) সৌম্য
গ) বিজ্ঞ
ঘ) আলো
Note : 'উগ্র' শব্দের অর্থ প্রচণ্ড, তীব্র বা রূঢ়। এর বিপরীত শব্দ হলো 'সৌম্য', যার অর্থ শান্ত, সৌম্যকান্তি বা সুন্দর। 'বিজ্ঞ' এর বিপরীত 'অজ্ঞ' এবং 'আলো' এর বিপরীত 'অন্ধকার'।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন