Aboriginal -এর পরিভাষা -

ক) আদিমানব
খ) আদিবাসী
গ) কৃত্রিম
ঘ) অমৌলিক
বিস্তারিত ব্যাখ্যা:
'Aboriginal' বলতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের আদি বা প্রথম অধিবাসীদের বোঝানো হয়। এর সঠিক বাংলা পরিভাষা হলো 'আদিবাসী'।

Related Questions

ক) উর্ধ্বতন
খ) নির্বাহী
গ) সহযোগী
ঘ) ব্যবস্থাপক
Note : 'Executive' বলতে এমন ব্যক্তি বা শাখাকে বোঝায় যার ওপর কোনো প্রতিষ্ঠান বা সরকারের প্রশাসনিক বা কার্যপরিচালনার দায়িত্ব থাকে। এর সঠিক পরিভাষা 'নির্বাহী'। যেমন: Executive Officer - নির্বাহী কর্মকর্তা।
ক) ন্যায়াধিশ
খ) ন্যায়পাল
গ) ন্যায়রত্ন
ঘ) ন্যায়বিচারক
Note : 'Ombudsman' একজন সরকারি কর্মকর্তা যিনি সাধারণ নাগরিকের অভিযোগের ভিত্তিতে সরকারি প্রশাসন বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করেন। এই পদটির আদর্শ বাংলা পরিভাষা হলো 'ন্যায়পাল'।
ক) উদ্বৃতি-চিহ্ন
খ) যথাংশ
গ) প্রশ্ন
ঘ) জাতি বিদ্বেষ
Note : 'Quota' শব্দের অর্থ হলো কোনো সামগ্রিক অংশের একটি নির্দিষ্ট, সংরক্ষিত বা বরাদ্দকৃত পরিমাণ। এর সবচেয়ে সঠিক বাংলা পরিভাষা হলো 'যথাংশ' বা 'বরাদ্দ'। যেমন- ভর্তি কোটা, আমদানি কোটা ইত্যাদি।
ক) প্রচারাভিযান
খ) প্রচারণা
গ) প্রচার
ঘ) প্রকাশনা
Note : 'Campaign' শব্দটি একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত ধারাবাহিক কার্যক্রমকে বোঝায়। রাজনৈতিক, সামাজিক বা বাণিজ্যিক ক্ষেত্রে এর পারিভাষিক প্রতিশব্দ হলো 'প্রচারাভিযান'। 'প্রচারণা' এর অংশ হতে পারে, কিন্তু 'Campaign' এর পূর্ণাঙ্গ অর্থ 'প্রচারাভিযান'-ই প্রকাশ করে।
ক) গ্রন্থপঞ্জি
খ) নির্ঘন্ট
গ) ক্রোড়পত্র
ঘ) পরিশিষ্ট
Note : 'Annex' বলতে কোনো মূল দলিলের সাথে অতিরিক্ত তথ্য হিসেবে যা যোগ করা হয়, তাকে বোঝায়। এর সঠিক বাংলা পরিভাষা হলো 'পরিশিষ্ট'। 'ক্রোড়পত্র' (Supplement) সাধারণত পত্রিকার সাথে দেওয়া হয়। 'গ্রন্থপঞ্জি' (Bibliography) হলো তথ্যসূত্রের তালিকা এবং 'নির্ঘন্ট' (Index) হলো বিষয়সূচি।
ক) তমসা
খ) বিমর্ষ
গ) হতাস
ঘ) কুঁয়শা
Note : 'তমসা' শব্দের অর্থ অন্ধকার বা আঁধার। এটি 'অন্ধকার'-এর একটি সঠিক সমার্থক শব্দ। 'বিমর্ষ' (দুঃখিত), 'হতাশ' (নিরাশ), এবং 'কুয়াশা' (জলীয় বাষ্পের ঘনীভূত রূপ) ভিন্ন অর্থ প্রকাশ করে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন