We ___ dinner together tomorrow.
ক) will have
খ) would be have
গ) will have had
ঘ) have
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যে Tomorrow, next (time, day, month, year) থাকলে verb এর Future indefinite হয়।
Related Questions
ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
Note : 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা কবি জয়দেব ছিলেন সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনের (আনুমানিক ১১৭৮-১২০৬ খ্রি.) রাজসভার পঞ্চরত্নের একজন। এটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক একটি সংস্কৃত কাব্য।
ক) রসুল বিজয়
খ) মক্কা বিজয়
গ) রসুলচরিত
ঘ) মক্কানামা
Note : 'রসুল বিজয়' মধ্যযুগের কবি জৈনুদ্দিনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের সভাককবি ছিলেন। তার কাব্যে হজরত মুহাম্মাদ (স.)-এর দিগ্বিজয় ও ইসলাম প্রচারের কাহিনি বর্ণিত হয়েছে।
ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ) দুটোই অশুদ্ধ
ঘ) দুটোই শুদ্ধ
Note : দুটি বানানই অশুদ্ধ। সঠিক বানান হবে 'পুরস্কার' এবং 'অপরিষ্কার'। 'পুরঃ' (विसर्ग) এরপর 'কার' থাকলে বিসর্গ 'স' হয়। 'পরি' (ই-কারান্ত) উপসর্গের পর 'কার' থাকলে দন্ত্য 'স' মূর্ধন্য 'ষ' হয়। তাই সঠিক রূপ: পুরস্কার, অপরিষ্কার।
ক) মুমূর্ষু
খ) ভাষা
গ) প্রতিষ্ঠান
ঘ) কষ্ট
Note : কতগুলো তৎসম শব্দে কোনো নিয়ম ছাড়াই স্বাভাবিকভাবে 'ষ' ব্যবহৃত হয়। 'ভাষা' শব্দটি সেই গোত্রের। অন্য উদাহরণ: আষাঢ়, ভাষণ, ঊষা। 'মুমূর্ষু' ও 'প্রতিষ্ঠান'-এ ই-কারান্ত উপসর্গের পর এবং 'কষ্ট'-তে ট-বর্গের পূর্বে 'ষ' হয়েছে।
ক) ম বর্গের পরে ণ হয়
খ) ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়।
গ) ক বর্ণের পূর্বেণ হয়
ঘ) স্বভাবতই ণ হয়
Note : কতগুলো তৎসম শব্দে কোনো নিয়ম ছাড়াই স্বাভাবিকভাবে 'ণ' ব্যবহৃত হয়। এগুলোকে 'স্বভাবতই মূর্ধন্য-ণ' বলা হয়। 'মাণিক্য' শব্দটি সেই গোত্রের। যেমন: চাণক্য, মাণিক্য, বাণিজ্য, লবণ, পুণ্য ইত্যাদি।
জব সলুশন