নিচের কোনগুলো দন্ত্যবর্ণ?

ক) চ, ড, দ
খ) ত, ট, ন, ফ
গ) ঘ ট, ঢ, থ, ভ
ঘ) ধ, ন, ল, স
বিস্তারিত ব্যাখ্যা:
যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ ওপরের পাটির দাঁতকে স্পর্শ করে, তাদের দন্ত্য বর্ণ বলে। ত-বর্গের বর্ণগুলো (ত, থ, দ, ধ, ন) এবং ল, স হলো দন্ত্য বর্ণ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (ঘ) 'ধ, ন, ল, স' সবগুলোই দন্ত্য বর্ণ।

Related Questions

ক) ছ
খ) ফ
গ) ঠ
ঘ) ধ
Note : যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে ওপরের পাটির দাঁতের মূলের উপরের শক্ত অংশ অর্থাৎ মূর্ধাকে স্পর্শ করে, তাদের মূর্ধন্য বর্ণ বলে। ট-বর্গের বর্ণগুলো (ট, ঠ, ড, ঢ, ণ) মূর্ধন্য বর্ণ। এখানে 'ঠ' একটি মূর্ধন্য বর্ণ।
ক) কবিতার পংক্তিতে
খ) গানের কলিতে
গ) গল্পের কলিতে
ঘ) নাটকের সংলাপে
Note : সাধু ভাষা গুরুগম্ভীর, তৎসম শব্দবহুল এবং এর সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ। এটি বাস্তব জীবন ও কথোপকথনের উপযোগী নয়। নাটকের সংলাপ যেহেতু বাস্তব জীবনের প্রতিফলন, তাই সেখানে সাধু ভাষা একেবারেই অনুপযোগী ও অস্বাভাবিক শোনায়।
ক) বৈদিক ভাষা
খ) অনার্য ভাষা
গ) হিন্দি ভাষা
ঘ) কানাড়ি ভাষা
Note : বাংলা একটি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর আর্য শাখার ভাষা। এর মূল উৎস হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার সাহিত্যিক রূপ হলো 'বৈদিক ভাষা' এবং পরবর্তী সংস্কারকৃত রূপ 'সংস্কৃত'। তাই 'বৈদিক ভাষা' হলো বাংলা ভাষার মূল উৎস।
ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
Note : কারক হলো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। শব্দ বা পদের রূপ পরিবর্তন এবং তাদের গঠন নিয়ে ব্যাকরণের যে শাখায় আলোচনা করা হয়, তাকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (Morphology) বলে। কারক, বিভক্তি, সমাস, প্রত্যয় ইত্যাদি রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
ক) মাগধী প্রাকৃত
খ) গৌড়ীয় প্রাকৃত
গ) মহারাষ্ট্রী প্রাকৃত
ঘ) অর্ধ মাগধী প্রাকৃত
Note : ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতকে 'গৌড়ীয় প্রাকৃত'-এর পরিণত স্তর 'গৌড়ীয় অপভ্রংশ' থেকে। অন্যদিকে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন এর উৎপত্তি 'মাগধী প্রাকৃত' থেকে।
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) দীনবন্ধু মিত্র
গ) কালীপ্রসন্ন সিংহ
ঘ) রাজা রামমোহন রায়
Note : বাংলা গদ্যের সুস্পষ্টতা ও অর্থ প্রকাশের প্রাঞ্জলতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম নিয়ম মেনে বাংলা ভাষায় যতি চিহ্ন বা বিরাম চিহ্নের সফল প্রয়োগ ও প্রচলন করেন। এর আগে বাংলা গদ্যে শুধুমাত্র দাঁড়ি (।) ও ডাবল দাঁড়ি (।।) ব্যবহৃত হতো।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন