প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি?

ক) সরকার
খ) মন্ত্রিপরিষদ
গ) সার্বভৌমত্ব
ঘ) রাজনৈতিক দল
বিস্তারিত ব্যাখ্যা:
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন করে না, বরং তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে। এই প্রতিনিধিরা সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট লাভ করেন। তাই রাজনৈতিক দল এই ব্যবস্থার একটি অপরিহার্য মূলনীতি।

Related Questions

ক) NATO
খ) CTBT
গ) NPT
ঘ) SALT
Note : CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা 'সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি' হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা সামরিক বা বেসামরিক যেকোনো উদ্দেশ্যে সকল ধরনের পারমাণবিক বিস্ফোরণ (পরীক্ষামূলক সহ) নিষিদ্ধ করে। যদিও এটি এখনো কার্যকর হয়নি, তবে এটি পারমাণবিক পরীক্ষা বন্ধের প্রধান চুক্তি।
ক) এমডিজি
খ) এসডিজি
গ) ডেল্টা প্ল্যান
ঘ) থ্রি জিরো থিয়োরি
Note : 'কাউকে পেছনে ফেলে নয়' বা 'Leaving no one behind' হলো ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goals - SDGs)-এর কেন্দ্রীয় মূলনীতি। এর লক্ষ্য হলো উন্নয়ন প্রক্রিয়ায় সমাজের সবচেয়ে দুর্বল এবং প্রান্তিক জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করা।
ক) স্পেন
খ) ইতালি
গ) সুইডেন
ঘ) ফ্রান্স
Note : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ইতালির দুটি শহর মিলান এবং কর্তিনা ডি'আম্পেৎজো-তে যৌথভাবে অনুষ্ঠিত হবে। এটি 'মিলান-কর্তিনা ২০২৬' নামে পরিচিত।
ক) মিশর
খ) তিউনিশিয়া
গ) লিবিয়া
ঘ) সিরিয়া
Note : 'আরব বসন্ত' নামে পরিচিত গণ-আন্দোলনের সূচনা হয় ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায়। মোহামেদ বুয়াজ্জিজি নামে একজন ফল বিক্রেতার আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
ক) হরমুজ
খ) জিব্রাল্টার
গ) বসফরাস
ঘ) দর্দানোলিস
Note : জিব্রাল্টার প্রণালী ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে। এটি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্তকারী একমাত্র প্রাকৃতিক জলপথ। তাই এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক) ৩ কোটি
খ) ৩.৫ কোটি
গ) ৪ কোটি
ঘ) ৪.৫ কোটি
Note : বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও জলবায়ু মডেল অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। अनुमान করা হয় যে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সে.মি. বাড়লে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ৩.৫ কোটি মানুষ তাদের বাসস্থান ও জমি হারিয়ে জলবায়ু শরণার্থীতে (Climate Refugee) পরিণত হতে পারে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন